Various Events

কবিতা গভর্ণমেন্ট প্রাইমারী স্কুল


 

গভর্ণমেন্ট প্রাইমারী স্কুল

মোঃজাহাঙ্গীর আলম


গভর্ণমেন্ট প্রাইমারী স্কুল

সুশিক্ষা হবে মূল।

যুগের পর যুগ চলে বহমান

শিক্ষা, শান্তি, সেবা, প্রগতি হবে না কভূ ম্লান।

স্কুলতে আছেন মানুষ গড়ার কারিগর, অভিজ্ঞ উদারমনা শিক্ষক-শিক্ষয়িত্রী

আছে জ্ঞান পিপাসু শিক্ষার গ্রাহক সব রকমের ছাত্র-ছাত্রী,

স্কুল ভবন দেখতে চমৎকার সুদৃশ্য আলো বাতাসে ভরাঘর

পড়তে আসা ছাত্র-ছাত্রী, তাদের মাঝে নাই ভেদাভেদ,

সকলি যেন আপন, নাহি কেহ পর।

গ্রামবাসীদের উদ্যোগ সরকারি করেন মহান আল্লাহ হলেন সহায়,

ছোট বড় সোনামনিরা স্কুলেতে নিয়োমিত পড়তে যায়।

রোদ, বৃষ্টি, ঝড় শীতে- পড়ে তারা স্কুলেতে

শিক্ষক/শিক্ষিকাগণ দেন শিক্ষা, মহা আনন্দেতে।

অত্রবিদ্যালয়তে আসছে প্রতি বছর সাফল্য।

অভিজ্ঞ শিক্ষক/ শিক্ষিকা থাকায়, অভিভাবকগণ হয়েছেন ধন্য।

লেখাপড়ার মান হচ্ছে অতি উন্নত,

শিক্ষার্থিরা হয়না বিব্রত।

স্কুলের চারদিক আছে নয়নাভিরাম পরিবেশ

ইনশাআল্লাহ সাফল্যের ধারাবাহিকতা, হবেনা কখনও শেষ।

ধর্মীয় জ্ঞানে উজ্জীবিত হয়ে পড়বে তারা নামাজ ও তেলাওয়াতে কোরআন

মেধা খেলা সংস্কৃতি বিকাশে ছাত্র-ছাত্রীরা রাখবে স্কুলের সন্মান।

No comments

Thanks for your comment.