Various Events

কবিতা বিবাগী



 বিবাগী

মোঃজাহাঙ্গীর আলম


আমার জীবন চলার পথে সকল অভিজ্ঞতা

পেয়েছি বাস্তব শিক্ষা, নিয়েছি অদ্ভুত দীক্ষা

চলার পথে মানুষ গুলো

কেউবা পশু হায়নার রুপ নিলো

তাদের নিরব অত্যাচারে আওয়াজ আসে করুণ আর্তনাদ।

মান সন্মানের কথা ভেবে হতে দেইনি বড় বিবাদ।

আমিতো তাদের জন্য গৃহ হারা

হয়েছি বাস্তবতার নির্মম কষাঘাতে এলাকাছাড়া

পথ হারা পথিকের মত হেটেছি অনেক পথ,

গন্তব্য জানানাই, কোথায় হবে ঠিকানা ?

আমার দু’নয়নে ভাসে আমার আপনজনের চেহারা

নব প্রজন্মের নিকট আমি ছন্নছাড়া।

কারো মনে দেইনি ব্যাথা, করি নাই কাউকে তিরষ্কার,

নির্বাসিত জীবন পেলাম আমি পুরষ্কার।

এ কেমন জীবন আমার !

পরোপকারে মানব সেবায় নিজেকে একাকার

কোন অপরাধের ভূলে আমি দোষী

অতিত জীবনে ছিলাম সাহসী

আমি এখন বড় একা

জীবন কি আমার শূন্য ফাঁকা ?

আমার আঙিনায় ভরে উঠবে কবে ফসল

মর্যাদার আসন করবো কখন দখল।

হে বিধাতা! তোমার নিকট কি পৌছায়না

আমার বুকের মাঝে জমে থাকা হাহাকার।

তুমিতো ন্যায় বিচারক। পাই যেন ন্যায়বিচার।



No comments

Thanks for your comment.