Various Events

কবিতা শ্রদ্ধা



 শ্রদ্ধা

মোঃজাহাঙ্গীর আলম 


তুমি মহাকবি কায়কোবাদ

তোমার সমাধিতে ঢাকার আজিমপুর গোরস্থানে হয়েছিলাম উপস্থিত

-------------------তারিখে আমি কবি জাহাঙ্গীর

পেয়েছো কী সংবাদ!

তোমার লেখায় অলংকৃত উন্নত বাংলা সাহিত্য,সমৃদ্ধ হয়েছে বাংলা ভাষা।

বাংলা ভাষায় কথা বলি,

মিটাই মনের আশা। 

উন্নত তোমার চিন্তাধারা, মাথায় তোমার  তাজ

তোমার লেখনিতে আলো পেয়েছিল তৎকালিন সমাজ।

আধার দূর করে, চারেদিকে আলোকিত আজ।

তোমার লেখা আযান কবিতা, ইতিহাস, শুনি প্রতিদিন

মুয়াজ্জিনের কন্ঠে একটি আযানের সুর,

তুমি বঁচে নেই, এই ভূবনে

অমর কীর্তি তোমার লেখা,

মনের মনিকোঠায় অংকিত হয়েছে নুর।

তোমার মত লিখতে পারি না কবিতা,

এলোমেল লিখি কবি জাহাঙ্গির আমি-

তোমার ভালোবাসায় সিক্ত আমি, হতে চাই নামদামী।

তোমার নামে হয় সেতু, ও বিভিন্ন প্রতিষ্ঠান 

তোমাকে স্মরণ করে জাতি, করে সবসময় সন্মান।

ঢাকা জেলার, উপজেলা নবাবগঞ্জের আগলা গ্রামের বাড়িতে 

ঘুমাও শান্তিতে, শ্রদ্ধা ও ভালোবাসা তোমার সমাধিতে।

করি তোমার আত্নার মাগফেরাত,

আল্লাহের দরবারে করি মুনাজাত।


No comments

Thanks for your comment.