কবিতা শিশু শিক্ষার উন্নতি
শিশু শিক্ষার উন্নতি
মোঃজাহাঙ্গীর আলম
আমরা সবাই ছোট্ট মণি
হাসি আনন্দে থাকি,
পড়ালেখা করতে মোরা
পাঠশালায় আসি
আমরা সবাই নতুন কুড়ি
১ থেকে ২০ গুনতে পারি
শিখেছি মোরা বাংলা বর্ণমালা
খেলার মাঝে লেখাপড়া, করি নাকো হেলা।
চিনতে পারি মোরা ইংরেজি বর্ণ
শরম দেন শিক্ষক আমাদের জন্য
আমরা পৃথিবীতে কতকিছু দেখি
মনের মাধুরী মিশিয়ে কতকিছু আঁকি।
আমি আমার পরিবারের সবার নাম সহ আমার নাম বলতে পারি
দেশ, পরিবেশ পরিচিতি, ধর্মীয় জ্ঞান জানতে পারি
পালন করব আদব-কায়দা, ন্যায়-নীতি,
প্রাক-প্রাথমিক এই হবে আমাদের শিশু শিক্ষার উন্নতি।
No comments
Thanks for your comment.