কবিতা কৃতিত্ব
কৃতিত্ব
মোঃ জাহাঙ্গীর আলম
তুমি সুপুরুষ কিংবা সুন্দরী নারী
এতে নাই কোন কৃতিত্ব,
তুমি কবি বা সাহিত্যিক
নতুবা সঙ্গীত শিল্পী
এতে আছে কৃতিত্ব বেশ।
তোমার আছে আকর্ষনীয় শরীর বা চেহারা
ইহা নহে কৃতিত্ব,
তুমি ভালো খেলুড়ে কিংবা প্রকৌশলী
ইহা কৃতিত্ব বটে।
তুমি দীর্ঘ দেহী কিংবা বেটে
এটা কৃতিত্ব না,
তুমি বৈমানিক কিংবা নাবিক
তোমার কৃতিত্ব ভারী।
তুমি স্থূলকায় কিংবা পাতলা দেহী
এটাকে নহে বলে কৃতিত্ব
তুমি ভয়ংকর যোদ্ধা
তোমার নামে মিলবে খ্যাতি।
তুমি শেতাঙ্গ বা কৃষ্ণাকায়
একে কৃতিত্ব বলা চলে না,
তুমি চিকিৎসক কিংবা বৈজ্ঞানিক
তোমার কৃতিত্ব সমৃদ্ধ।
একে কিংবা বলবোনা
যদি কিনা সৃষ্টিকর্তা তোমায় সম্পদ দিয়ে করেন সমৃদ্ধশালী,
তোমার কৃতিত্ব হবে ফলদায়ক
যদি তুমি পাও নোবেল পুরষ্কার অন্য কিছু শান্তি।
তুমি আল্লাহর দেয়া বা কিছু অর্জন করো
তাকে বলবোনা তোমার কৃতিত্ব,
যদি তুমি অধিক পাঠে হও জ্ঞানী, পন্ডিত
তাকে বলবো কৃতিত্ব।
যদি তুমি ভালো কিছু শিখে হও গুনগত শিক্ষক
ইহা কৃতিত্ব হতে পারে,
চেষ্টা করো, বহন করো উজ্জল ভবিষত্যের দিকে
তাহলে জগত খ্যাত মহাজ্ঞানী, তুমি পারবে হতে।
কৃতিত্ব নহে কোন গাছের ফল
যাহা অর্জিত হয়না আনন্দ বেদনায়,
থাকতে হয় অধ্যবসায়, মনোযোগীতায়।
কৃতিত্ব নহে কোন গাছের ফল
যাহা অর্জিত হয়না আনন্দ বেদনায়,
থাকতে হয় অধ্যবসায়, মনোযোগীতায়।
কৃতিত্ব নহে আল্লাহ প্রদত্ত
অর্জন করো কৃতিত্ব চেষ্টায় পুনঃচেষ্টায়।
No comments
Thanks for your comment.