Various Events

কবিতা ত,শ ও স



 ত,শ ও স

মোঃজাহাঙ্গীর আলম


ভালো কাজের প্রস্তুতি

সুন্দর মনের অনুভূতি।

একে অপরের ভালোবাসা

স্রষ্টার নিকট করবে আশা।

ছাদের নিচে স্বামী-স্ত্রীর বসবাস,

পায় তারা শান্তির বাতাস।

আনন্দ ফূর্তিতে বারোমাস।

স্ত্রী-স্বামীর দাস।

পাট সোনালী আঁশ।

কবরেতে লাগে বাঁশ।

তোমার আমার বিশ্বাস,

অক্সীজেনে নেই নিঃশ্বাস।

জুয়া খেলায় জুয়াড়ীরা খেলে তাস।

কোন কিছুতেই করেনা হা-হুতাস।

No comments

Thanks for your comment.