Various Events

কবিতা অর্জন



 অর্জন

মোঃজাহাঙ্গীর আলম


শিক্ষক সমিতি নির্বাচনে হবে নব কমিটি

তাদের মাধ্যমে আদায় হবে সকল অধিকার,

আসুক যত বাধা বিপত্তি সমস্যার বেড়াজাল

ব্যাপক উপকার হয় যেন সবার।

নির্বাচিত সদস্যদের মাঝে যোগ্যতার চেয়ার নিয়ে থাকেনা যেন কোন অহংকার

সুখে দু:খে সবার মাঝে সেবা ও আন্তরিকতা দিয়ে হবেন তারা অংশিদার

সকল শিক্ষক মোরা ভাই ভাই,

আমাদের মাঝে কোন ভেদাভেদ নাই ।

সততা ও নিষ্ঠার সাথে করবেন তারা পরিশ্রম,

এই গুণটি থাকে যেন সবার মাঝে বিশেষ বিধি নিয়ম।

যদি কোন শিক্ষকের জীবনে আসে কোন দূর্ঘটনা,

বিপদমুক্ত হবেন তিনি, সবার মাঝে থাকে যেন এই চিন্তাভাবনা

নবকমিটির নিকট আমাদের প্রাপ্তি থাকবে বসার মত একটি বহুতলা ভবন,

আমাদের সম্পদ যেন হয় সুষম ব্যবহার প্রয়োজনে সবার নিকট করবেন অর্থ গ্রহণ।

আমাদের মাঝে থাকে না যেন হিংসা, বিদ্বেষ, নোংরা রাজনীতি এবং দলীয় কোন্দল

সর্বমহলে সবার নিকট পাবেন শুভেচ্ছা ও অভিনন্দন।

বৃক্ষ তোমার নাম কি ? ফলে পরিচয় । আছে প্রবাদ বিরচন,

বিবেকের আদালতে প্রতিষ্ঠিত করবেন আপনার  যোগ্যতার আসন। 

মনে রাখবেন যার মধ্যে আছে দোষ, পরনিন্দা, কুটনামি, চোগলখুরি

এতে নাই কোন বাহাদুরি,

যার মধ্যে আছে গুণ সততা, নিষ্ঠা, সৎ সাহসের ফুলঝুড়ি

তিনি হবেন জগতের  শ্রেষ্ঠ  মানুষদের  উত্তরসুরী।

শিক্ষকতার প্রতি করবেন না দায়িত্ব ও কর্ত্যব্যর অবহেলা,

আসবে না কোন সুনাম, সাফল্যের বিজয়ের মালা। 

সামনের দিকে এগিয়ে যাবে সকল শিক্ষকের উন্নয়নের ধারা,

চিন্তা করবেন কারো যেন ক্ষতি না হয় আপনার দ্বারা।

কারো মনে কষ্ট দেওয়া হতে আপনি যদি হন বিরত,

আপনার  আচার-আচরণ, কথাবার্তা করতে হবে সংযত।

আপনি করবেন না কারো অধিকার খর্ব- আপনি হবেন সর্ব মহলে আদর্শের গর্ব।

জাতি গঠনে আপনি যদি হন শিক্ষক-মর্যাদায় ভূষিত হবেন শ্রেষ্ঠ শিক্ষক।

দূর্নীতিকে ‘না’ বলুন যদি করতে পারেন বর্জন,

সকল গুণে  গুণান্বিত হবেন স্থায়িত্ব পাবে সুনাম অর্জন।





No comments

Thanks for your comment.