কবিতা যুদ্ধ
যুদ্ধ
মোঃজাহাঙ্গীর আলম
যুদ্ধ যুদ্ধ
চারিদিকে যুদ্ধ,
আকাশেতে যুদ্ধ
মাটিতেও যুদ্ধ।
যুদ্ধ যুদ্ধ
পানিতে যুদ্ধ,
ঝোঁপ জঙ্গলে সর্বত্রে যুদ্ধ।
যুদ্ধ যুদ্ধ
গেরিলা যুদ্ধ,
পাহাড়-পর্বতে সর্বত্রে যুদ্ধ।
যুদ্ধ যুদ্ধ
১৯৭১ সাল পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ,
যুদ্ধ যুদ্ধ
বাঙ্গালীদের অধিকার আদায়ের যুদ্ধ।
যুদ্ধ যুদ্ধ
শোষণ,নিপীড়ন,অন্যায়,স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ।
যুদ্ধে নিহত হলো অগণিত সাধারণ ও সরকারি সৈন্য,
যুদ্ধে বড় মর্যাদা পেল, সাতজন বীরশ্রেষ্ঠ।
যুদ্ধে হারিয়ে গেল অগণিত নারীর সম্ভ্রম,
যুদ্ধে নষ্ট হলো অপরিসীম দেশ জনতার সম্পদ।
যুদ্ধে পুড়ল মানুষের ঘরবাড়ি,
যুদ্ধে লুটতরাজ হলো মূল্যবান সম্পদ,যা খুবই দরকারি।
দেশ স্বাধীনের নেতৃত্ব দিলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী
বাংলার অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
অনেকের সাথে সহযোগীতায় ছিলো জেড ফোর্সের একজন
সেক্টর কমান্ডার মেজর জেনারেল জিয়াউর রহমান।
আরো ছিলো মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গণি ওসমানি,
প্রবীন রাজনীতিবিদ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি।
তারা ছিলো যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ার অতন্দ্র প্রহরী খুঁটি
চিন্তা চেতনায় কীভাবে বাঁচবে বাংলার মানুষ,ভাগ্যে কী আছে রুজি –রুটি।
যুদ্ধ যুদ্ধ
বাংলার মানুষের ভাগ্য নিয়ে হোলি উৎসবের যুদ্ধ।
যুদ্ধ যুদ্ধ
ন্যায় প্রতিষ্ঠায়,অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ।
যুদ্ধ যুদ্ধ
পরাধীনতা থেকে মুক্ত হওয়ার জন্য যুদ্ধ।
যুদ্ধ যুদ্ধ
ভাষা,অস্তিত্ব,স্বাধীনতা,সার্বভৌমত্ব,পতাকা,মানচিত্র রক্ষার জন্য যুদ্ধ।
-------------------------------------------------------------------------------------------------------------
No comments
Thanks for your comment.