কবিতা সত্য-মিথ্যার যুদ্ধ
সত্য-মিথ্যার যুদ্ধ
মোঃজাহাঙ্গীর আলম
মিথ্যা বলা নহে পাপ
সত্য বলা অভিশাপ।
মিথ্যায় অনেক লাভ,
শত্য বলায় বারে চাপ।
আমরা মানব জাতি
প্রতিক্ষনে দুর্গতি, আছে সত্যভিতি।
নাইকো আমরা আল্লাহর অলি কিংবা নবী-রাসূল,
মিথ্যা মোদের রক্ত মিশ্রিত
বিপদে বললে মিথ্যা, হবে না ভুল।
যদি হই লক্ষ্য ভ্রষ্ট,
সত্য বলা বড়ই কষ্ট।
মিথ্যার ক্ষমতার রাজত্ব সর্বত্র,
সত্য হারিয়ে ফেলেছে তার, অলৌকিকত্ব।
মিথ্যা সমাজে বাড়ছে দাম,
সত্য বললে বারে দূর্নাম।
আছে কি সত্যের যুগ?
নাকি নিয়ে গেছে স্বর্গীয় দূত?
নাই সত্যের জৌলুস,
সর্বত্র মিথ্যার ফানুস
শুরু কি হয়েছে কলি যুগ?
দেখি না কোথাও উজ্জ্বল মুখ।
আমরা মানব জাতি
পৃথিবী নামক নাট্যমঞ্চের মোরা অভিনয় শিল্পী, সর্বত্র দেখি ভন্ডামী
দেখি না সত্য মানুষ, কিভাবে হবে দামী?
পরিবারের অভিভাবকগণ বলে মিথ্যা
সন্তান বলে মিথ্যা আচ্ছা (ভালো)
অফিসে বস কিংবা কর্মচারী
সেখানে মিথ্যা জলে সরাসরি,
কারাদণ্ড মায়ান অপরাধী কিংবা আইনজীবী
বিচারকের সামনে চলে মিথ্যার দিনলীপি,
সমাজের ধর্মগুরু অথবা দেশের হাতিঘোড়া
বিপদে পড়লে সবাই হয় মিথ্যা সেরা।
কেহ বলে সত্য কথার ভাত নাই
তার সাথে আমি বলি মিথ্যা কথার ভিত্তি নাই।
শিশুদের শিখানো হয় সদা সত্য কথা বলিবে
কখনো মিথ্যা কথা বলিবে না,
অথচ মিথ্যা কথা ছাড়া আমাদের সমাজ চলে না।
তাহলে বুঝতে হবে প্রবাদ বাক্য ও বাস্তবতা এক নয়।
বাস্তবতা বড়ই নির্মম
সত্য বললে সমাজ দেশ দেয় শরম।
সমাজ করেছে এমন, মিথ্যা বললে পাপ হয় না
আর সত্য বলা ভালো না।
হায়রে মানব জাতি, আমরা কোথায় আছি
পদে পদে দুর্গতি,
গ্রহণ করছি নিঃশব্দে ভোগান্তি।
মিথ্যা বললে দুনিয়াতে মিলে স্বস্থি
কিন্তু পরকালে রয়েছে শাস্তি।
মিথ্যা সকল পাপের মূল
বিপদে পড়লে, মোরা করি ভুল।
সত্য বললে ক্ষমা নাই
মিথ্যা ছাড়া উপায় নাই
এই ক্ষেত্রে কি আর করা যায় ভাই?
যদি পরিবেশ থাকে অনুকূল,
সত্য বললে করি নাকো ভুল।
যদি বাস্তবতা হয় দুঃসহ প্রতিকূল
মিথ্যা বলতে করি না ভুল।
মানব সভ্যতার ক্রমবিকাশে আছে এক চুক্তি
মিথ্যা ধ্বংস সত্য দেয় মুক্তি
যদি মিথ্যা থেকে পেতে চাও পরিত্রাণ
সত্য কথা দিতে হবে বলিদান।
মিথ্যা বলা চালাকি নাকি কৌশল
আর সত্য বলা কি মন সত্যের সুফল?
বর্তমান সমাজে খুবই সমাদৃত
সত্যই মিথ্যা, মিথ্যা সত্য
এই বচন ইতিহাসের পাতায়
হয়না যেন কারো প্রতিষ্ঠিত।
সত্যের প্রতি থাকবে না কোন শ্রদ্ধা
বিপন্ন হয়ে যাবে মানবতা।
নবী-রাসূলগণ ছিলেন সত্যের পূজারী
আমরা মানব জাতি মুসলিম কি অমুসলিম
সবাই মিথ্যার অনুচরী
আল্লাহর কোরআন সত্য।
তার নবী-রাসূলগণ ছিলেন সত্যের ধর্মাঢ।
সত্যই সত্য, মিথ্যাই মিথ্যা
সত্য মিথ্যার যুদ্ধ চলবে চিরকাল।
মনুষত্বের বিচারে যদি হতে পারে প্রকৃত মানুষ
অর্জন করব সৎ, সত্য, সততা।
No comments
Thanks for your comment.