Various Events

কবিতা মা। । ।

 



মা। । । 

মোঃজাহাঙ্গীর আলম



দশ মাস দশ দিন

-মাগো তোমার গর্ভে থেকেছি,

-অসহ্য জ্বালা-যন্ত্রণা গর্ভে থাকাকালীন

-মাগো তোমাকে আমি দিয়েছি। - দুধ পবিত্র, স্বর্গীয় উপাদান

- শিশু বয়সে খাদ্য হিসাবে, 

আমি তোমার দুধ করেছি পান।

-মাগো তোমায় আমি ভালোবাসি

-তোমার আশীর্বাদে পৃথিবীতে পেয়েছি অনেক সম্মান । 

-মাগো আমি তোমার ছোট্ট  সোনা -আমায় নাও না তুমি স্নেহের কোলে তুলে,

-মান অভিমান যতই থাকুক মাগো-যাবো মোরা ভূলে। 

-মাগো তোমার পায়ের তলে রয়েছে বেহেশত

-তোমার আমার মাঝে থাকবে কেন বিদ্ধেষ ? 

-মাগো আমি তোমার অস্তিত্ব

-আমাকে জন্ম দিয়ে তুমি হয়েছ বধূ থেকে জননী,

-তাই তো আমি তোমার নিকট হয়ে গেছি ঋণী ।

-মাগো তুমি মোরে দাও দোয়া, ভালোবাসা 

-তুমি মা প্রতিটি সন্তানের কাছে মহান -ঘুচাব তোমার আশা।

No comments

Thanks for your comment.