কবিতা নবীনবরণ
নবীনবরণ
মোঃজাহাঙ্গীর আলম
নবীনদের আগমন
শুভেচ্ছার স্বাগতম,
করবো মোরা নবীনবরণ,
স্মৃতিতে থাকবে সব সময় স্মরণ।
সদ্য নিয়োগ প্রাপ্ত প্রাথমিক সহকারি সকল শিক্ষকগণ,
নিবেন আমাদের প্রবীন শিক্ষকদের পক্ষ থেকে
আন্তরিক দোয়া, স্নেহ, মমতা, আদব ও সালাম গ্রহন।
আপনার বিদ্যালয় এর ছাত্র-ছাত্রিদের শিক্ষা দিবেন
নিজের সন্তানের মত করে,
লেখাপড়ার পাশাপাশি আদব-কায়দা, খেলাধুলা,
সংস্কৃতি শিখাবেন ভালোবাসার মমতায় ঘিরে।
আপনার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে
আসবে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে কৃতিত্ব ও সাফল্য বয়ে।
প্রতিদিন এর পাঠ প্রতিদিন দিবেন, নিবেন সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক পরীক্ষা
কেউ হবে না অকৃতকার্য, আসবে শত ভাগ পাশের নিশ্চয়তা।
আপনার পেশাকে মনে করবেন না চাকুরী
মনে করবেন সেবা করছেন মানুষের,
সকল কিছুতে শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত করবেন
যোগ্যতা নিজের।
আপনার পোষাক মনে করবেন না ছোট,
কারণ আপনি হলেন মানুষ গড়ার কারিগর’
আপনার ছাত্র ছাত্রীরা মানুষ হবে বড় মাপের
করবে তারা সেবা, জগতময় জনহিতকর।
ইপনি যদি হতে চান মানুষটি দামী,
আপনাকে হতে হবে সৎ, নিষ্ঠাবান, পরিশ্রমী।
নবীনবরণ হিসেবে নব্য শিক্ষকদের দিচ্ছি সকলের পক্ষ থেকে
অফুরন্ত বুক ভরা ভালোবাসা,
No comments
Thanks for your comment.