কবিতা ডিপিএড দুঃখ
ডিপিএড দুঃখ
মোঃজাহাঙ্গীর আলম
অন্তরে অন্তকরণ, ব্যথায় ব্যথাকরণ
কি ব্যথাতুর কষ্টে দিন যাপন,
কত কষ্ট করে ভর্তি হলো বিভিন্ন জেলার প্রশিক্ষণার্থীগণ পিটিআইতে
সুপারিনটেনডেন্ট স্যার ভর্তি বাতিলের নির্দেশ দিলেন, জানিয়ে এক প্রশিক্ষণার্থীকে।
শরীর তার স্থুল,যা ছিল নিয়ন্ত্রণের বাহিরে
কত কষ্ট লুকায়িত আছে তার মনের গভীরে
পিটিআইয়ের নিয়মের বাহিরে
সিএল তার গেছে বেড়ে
অন্তহীণ জ্বালাপোড়া
সীমাহীন দুঃখ ভরা
তার এই জীবন,
কিভাবে হবে অগ্রগামী ?
নাই তার কোন একনিষ্ঠ সাথী,
সামনের পথ চলা সড়ক করবে কন্টকবরণ।
জীবনে তার কত আশা
উঁকি দিচ্ছে দূর্দশা
নিরাশা পূর্ণ জীবনে
নানারকম আয়োজনে
পন্ড হবে তার আনন্দ কোলাহোল।
সব শিক্ষক বন্ধুদের ছেড়ে
কিভাবে সে থাকবে একলা ঘরে
চির চেনা এই পিটিআই
কীভাবে কি কষ্টে জানাবে তাকে বিদায়।
কতদূরের পথ তার ঠিকানা
একলা একলা কাঁদে শুয়ে তার বিছানা
জানেনা সে কি আছে ভাগ্যে তার -
সাহস পায়না বুকে সে, হারিয়ে যাচ্ছে তার মনের জোড়ের অহংকার।
হে বিধাতা ! কোমল কর সুপার স্যারের হৃদয়ে
সুযোগ যেন পায় আবার, ডিপিএডের প্রোগ্রামে
সফলতার তরী বেয়ে।
দ্বিতীয় বার ডিপিএড করার দুঃখ না থাকে তার জীবনে।
No comments
Thanks for your comment.