Various Events

কবিতা রুপময় ষড়ঋতু


 

রুপময় ষড়ঋতু

মোঃজাহাঙ্গীর আলম


রুপসী বাংলার ষড়ঋতুর ধারাবাহিকতায়,

ভোরের পত্র পল্লবের

শিশির ভেজা প্রকৃতির শীতল হাওয়ায়,

স্নিগ্ধ সকালের চলে যাওয়ার কুয়াশার পরে হাস্যোজ্বল রৌদ্রের,

পড়ন্ত বিকেলের বিদায়ী দিবসের সাঁঝের বেলায়

অমাবস্যার পরে পূর্ণিমা চাঁদের আলোকছটায়,

তারা ভরা রজনীর

জোয়ার ভাটার খরস্রোতা নদীতে,

অপরুপ বাংলার সৌন্দর্যের লীলাভূমীতে

আমি বাংলাকে দেখেছিলাম সুন্দর সাজে।

বাংলা আজ অসহায়

প্রকৃতি তার হারিয়েছে আসল রুপ।

দীর্ঘস্থায়ী বন্যা,জলবায়ূর পরিবর্তন

নদী ভরাট,বনভূমী উজাড়,পাহাড় কাটা ক্রমশঃচলমান।

বৈশাখ-জৈষ্ঠ্যের গ্রীষ্মের আহবানে,প্রকৃতির তান্ডবে

সবকিছু ভেঙ্গে তছনছ একদম চুপ।

ঘনঘন গর্জন হয় ঐ আকাশেতে,

শীতল হাওয়া বয় এক পশলা বৃষ্টিতে।

গ্রীষ্ম দেয় ঘুম,শুরু হয় সারাদিন রিমঝিম বৃষ্টি শুনি

আষাঢ়-শ্রাবণের বর্ষার বৃষ্টিতে পাই নূপুরের ধ্বনি।

ভাদ্র-আশ্বিনে শরতের আকাশ থাকে শান্ত মেজাজে,

প্রকৃতি খারাপ হলে বৃষ্টি হয় মাঝে মাঝে।

কার্তিক-অগ্রহায়ণের হেমন্তে দেখি নতুন ধানের উৎসব

নতুন ধানের চাউলের পিঠায় সবার ঘরে আনন্দ রব।

পৌষ-মাঘের শীতের চাদরে ঢেকে যায়

বরফ ঠান্ডার আবহাওয়ায়,

প্রকৃতি তার রুপ বদলায় নিজেকে লুকায়।

ফাল্গুন-চৈত্রের বসন্তের দখিনা বাতাসে

নানা ফুল ফোটে বাগানে,

সুঘ্রান আসে প্রতিক্ষণে।

কোকিলের কুহু কুহু সুরে-

মন ভরে যায়, ষড়ঝতুর অপরুপ বাংলায় ঘুরে।

----------------------------------------------------------------





No comments

Thanks for your comment.