কবিতা জন্মদিন
জন্মদিন
মোঃজাহাঙ্গীর আলম
আনন্দ উচ্ছ্বাসে ভরা সুন্দর একটি দিন।
ঝলমলে আকাশে বাজলো সুখের বীণ
পড়ন্ত বিকেলে রৌদ্র বিকিরণে
তোমার আগমনের শুভক্ষণে,
আনন্দের সীমা নাই,
খুশির জোয়ারে ভাষা নাই
তুমি আসলে ধরায়
তোমাকে অভিবাদন জানাই ।
তুমিতো আছ কোল জুড়ে,
স্নেহের পরশ ভরে।
তুমিতো আছ কোল জুড়ে,
স্নেহের পরশ ভরে ।
তুমি আছ সকলের নয়নমনি হয়ে ,
আনন্দ মুখর পরিবেশে।
পুরুষের স্বার্থকতা পিতৃত্বে,
তোমার আগমনে অস্তিত্ব বিকাশে-
নারীর পরিচয় মাতৃত্বে,
তোমায় গর্ভধারণে।
তুমিতো মা বাবার কলিজার টুকরা
নাড় ছেড়া ধন,
তোমার শুভ কামনায়
বাবা মা ভাবে সারাক্ষণ।
শুভ শুভ শুভ হোক
তোমার আজ জন্মদিন
শুভেচ্ছা স্বাগতমে আশির্বাদে
কাটুক তোমার প্রতিটি দিন।
No comments
Thanks for your comment.