কবিতা রূপকন্যার গুনকীর্তন
রূপকন্যার গুনকীর্তন
মোঃজাহাঙ্গীর আলম
ভালোলাগে তার রূপ লাবণ্য,
আমি দেওয়ানা তার জন্য
ভালোবাসি তার চাঞ্চল্য মন,
তাকে নিয়ে বাধবো ঘর
এই আমার পণ।
সে যখন সে কথা বলে,
আমার যৌবন নদীতে নৌকা চলে।
তার হাসি-ভরা মুখ আমি পাই স্বর্গের সুখ।
সে যখন ছাড়ে নিঃসাড়ে নিঃশ্বাস
ভালোবাসা দিয়ে
করব জয় তার মন,
এই আমার বিশ্বাস।
যখন সে আমার নয়ন ভরে দেখে,
ভালোবাসার নদীর ঢেউ উঠে আমার বুকে।
ভালোবাসায় কি যে জালা
তার জন্য গেথেছি আমি,
বকুল ফুলের মালা
অবয়ব গঠনে তার দেহ,
আমি যেন হতে পারি তার কেহ
ভালোলাগে তার চোখের চাহনি
মনে হয় যেন ডানা কাটা পরী,
আমি ভালোবাসি শুধু তাকে
কারণ
সে আমার ময়না পাখি
এতো ভালোবাসা কোথায় রাখি,
তার সৌন্দর্যের কাছে আমি পরাজিত,
আমি আল্লাহ ছাড়া কারো নিকট
করিনা মাথানত
ভালোলাগে তার চঞ্চলা মন
আমার খুশিতে মনে হয় সে হাসে গনগন।
No comments
Thanks for your comment.