Various Events

কবিতা বিজয়ের শেষে



 বিজয়ের শেষে 

মোঃজাহাঙ্গীর আলম


একাত্তরের রণাঙ্গনের

বীর বাঙালি অস্ত্র ধরে 

বেজেছে যুদ্ধের দামামা 

দুর্গ হয়েছে ঘরে ঘরে 

১৯৭১ এর ২৫ শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী

বাঙালিদের উপর পড়েছিল ঝাপিয়ে,

৯ মাস যুদ্ধ শেষে বাংলাদেশ হলো স্বাধীন 

বিশ্বকে দেখিয়েছে কাঁপিয়ে।

যুদ্ধে দেশ হয়েছে ক্ষত বিক্ষত, গেছে রক্ত,কষ্ট গ্লানী

 ৩০ লক্ষ শহীদের মৃত্যুর পরে 

২ লক্ষ মা বোনের হয়েছে সম্ভ্রমহানি। 

আমরা বীর বাঙালি জাতি, মানবো না কারো পরাধীনতা।

 মা-মাটি-দেশ পবিত্র মোদের, ধরে রাখবো স্বাধীনতা।

যুদ্ধ শেষে আমরা গাইছি বিজয়ের গান 

বাংলা ভাষায় কথা বলি মোরা, স্রষ্টার অপার দান।

১৬ ই ডিসেম্বর দিবস মোদের বিজয়ের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানচিত্র পতাকা অনেক গৌরবের

দেশ রক্ষায় অতন্দ্র প্রহরী মোরা আজ বুক ভরা সাহস 

১৬ ই ডিসেম্বর পালন করছি মোরা মহান বিজয় দিবস।

No comments

Thanks for your comment.