কবিতা বিজয়ের শেষে
বিজয়ের শেষে
মোঃজাহাঙ্গীর আলম
একাত্তরের রণাঙ্গনের
বীর বাঙালি অস্ত্র ধরে
বেজেছে যুদ্ধের দামামা
দুর্গ হয়েছে ঘরে ঘরে
১৯৭১ এর ২৫ শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী
বাঙালিদের উপর পড়েছিল ঝাপিয়ে,
৯ মাস যুদ্ধ শেষে বাংলাদেশ হলো স্বাধীন
বিশ্বকে দেখিয়েছে কাঁপিয়ে।
যুদ্ধে দেশ হয়েছে ক্ষত বিক্ষত, গেছে রক্ত,কষ্ট গ্লানী
৩০ লক্ষ শহীদের মৃত্যুর পরে
২ লক্ষ মা বোনের হয়েছে সম্ভ্রমহানি।
আমরা বীর বাঙালি জাতি, মানবো না কারো পরাধীনতা।
মা-মাটি-দেশ পবিত্র মোদের, ধরে রাখবো স্বাধীনতা।
যুদ্ধ শেষে আমরা গাইছি বিজয়ের গান
বাংলা ভাষায় কথা বলি মোরা, স্রষ্টার অপার দান।
১৬ ই ডিসেম্বর দিবস মোদের বিজয়ের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানচিত্র পতাকা অনেক গৌরবের
দেশ রক্ষায় অতন্দ্র প্রহরী মোরা আজ বুক ভরা সাহস
১৬ ই ডিসেম্বর পালন করছি মোরা মহান বিজয় দিবস।
No comments
Thanks for your comment.