Various Events

কবিতা লোভ

 



লোভ

মোঃজাহাঙ্গির আলম


লোভ লোভ করোনা

লোভের ফাঁদে দিওনা পা,

লোভে তুমি হবে বিনাশ

আঘাত হানবে মরণ ঘা।

লোভের উর্ব্ধে মানুষ যত

সাফল্য তার আছে তত,

লোভী হয় দয়াহীন

তাড়াতাড়ি হয় বিলীন ৷

খাওয়ার প্রতি লোভ আছে যার

অসুস্থতা বাসা বেঁধেছে তার

লোভ আছে যার অর্থের প্রতি

তার হয় ভাই বড় ক্ষতি ৷

এমন লোক পাওয়া যায় না ভাই

সুন্দরের প্রতি যার  লোভ নাই ৷

লোভে মোহ, লোভে পাপ

কেন নিবে তুমি নরকের তাপ ?

কোন কিছুর প্রতি যার নাই লোভ,

পৃথিবীতে এমন মানুষ খুবই দুর্লভ ৷

লোভ যদি থাকে তোমার, এই দুনিয়ায়

কিভাবে থাকবে তুমি অনন্তকাল, পরকালের ছায়ায় ?

লোভে হয় ক্ষতি

নির্লোভে আনে জ্যোতি ৷

অতি অতিরিক্ত কিংবা আতিরিক্ত

লোভে যদি হয় কেউ মত্ত,

এই লোভ নির্ঘাত ডেকে আনবে মরণ

এই কথা চরম সত্য ৷

ক্ষমতায় টিকে থাকার যার আছে লোভ

হয় সে অত্যাচারী, মানবতা পায় লোপ ৷

সবার নিকট মিলবে অভিনন্দন,

যদি করো তুমি লোভকে নিয়ন্ত্রণ ৷

লোভ তুমি করো ভালো কাজে,

দেখাইও না লোভ তুমি মন্দ কাজে ৷

লোভে পড়ে অবৈধ উপার্জনে বাড়াবে সম্পদ

ক্ষতিগ্রস্থ হবে তুমি, ডেকে আনবে বড় বিপদ ৷

আমারও আছে লোভ, সৎ উপার্জনে

ভালো কিছু করবো আমি, শপথ করেছি দৃঢ় মনে ৷

লোভে ক্ষতি, আছে কোরআনে

লোভে মৃত্যু, সব ধর্মে বলে ৷

---------------------------------------------------------------------------------------






No comments

Thanks for your comment.