Various Events

কবিতা ছয়গ্রাম



 ছয়গ্রাম

মোঃজাহাঙ্গীর আলম


গাছে বানর, ধান ক্ষেতে শেয়াল

জলেতে ঘুইসাপ, প্রকৃতির অপরুপ খেয়াল।

সকালেতে ঘুম ভাঙে পাখির ডাকে, কাক করে কা-কা

গ্রামীন পরিবেশ মনোরোম, মেঠো পথ তার আঁকা-বাকা।

নদীর জল প্রাকৃতিক-দূর সীমানার গেছে বহুদূর

আকাশে উড়ছে পাখি, রঙিন ঘুড়ি

বাজছে রাখালের বাঁশির সুর।

আড়িয়াল বিলের মাছ খেতে সুস্বাদু,

আছে শত শত বিঘা ধানিজমি, ফলে কুমড়া আর কদু।

বাজে মন্দিরেতে সকাল, দুপুর, সন্ধায় ঘন্টা ধ্বনি,

মসজিদ হতে ভেসে আসে আজান পাঁচবার

মুয়াজজিনের  কন্ঠে আল্লাহু আকবার শুনি।

শীতকালে মিলে খেজুড়ের রস, সর্বত্রই গাছগাছালি আছে সবুজ বন

গ্রামের মানুষ প্রাকৃতিক মনের, করে সুন্দর জীবন যাপন।

মদনখালি গ্রামের নাম, খাহ্রা রয়েছে পাশে

দুই গ্রামের মানুষ থাকে, সকলে মিলেমিশে

খাহ্রা সড়কের সাথে শিবরামপুর গ্রামের হাট,

মদনখালীর পূর্বে পশ্চিম বাড়ৈখালী 

সাব ক্লাষ্টার হয় একসাথে, সবাই আমরা জানি

আছে মাদ্রাসা,বিদ্যালয়,বাজার, শ্রীধরপুর গ্রামের ডায়মন্ড ক্লাব মাঠ এবং

পূর্ব বাড়ৈখালীতে অবস্থিত সরকারি ইউনিয়ন হাসপাতাল। 

ছয় গ্রামের ইউনিয়ন পরিষদ ‘বাড়ৈখালি’ নাম

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায়,

বহমান থাকুক ছয় গ্রামের শিক্ষা,সংস্কৃতি,সভ্যতার সুনাম।



No comments

Thanks for your comment.