কবিতা হাসি আনন্দ
হাসি আনন্দ
মোঃজাহাঙ্গির আলম
শিশু হাসে খলখলিয়ে
বৃদ্ধ হাসে বুঝে শুনে
ভদ্রলোকে মুচকি হাসে
পাগল হাসে না বুঝে।
ছাত্রের সাফল্যে শিক্ষক হাসে
আমি হাসি আনন্দে,
সুসংবাদে অন্তর হাসে
ন্রর্তকী হাসে নৃত্যের ছন্দে।
সুখী মানুষ সব সময় হাসে
বড় মাছ ধরে হাসে জেলে,
দুঃখী মানুষ হাসে
সুখের ছোঁয়া পেলে।
মায়ের চোখে আনন্দ অশ্রু
বাবার মুখে আনন্দের হাসি,
প্রেমিক প্রেমিকা পাশাপাশি
একে অপরকে হেসে বলে-
আমি তোমায় ভালোবাসি।
ক্ষেত ভরা ফসলে কৃষক হাসে
সুস্থ হলে হাসে রোগী,
বন্ধুর ব্যবহারে হৃদয় হাসে
দোয়া পায় প্রিয় সঙ্গী।
হাসি আনন্দ চিত্ত খোরাক
হাসি আনন্দে বাড়েনা দেমাগ,
সুখের হাসি যদিও থাকে কদাচিৎ
বিজয়ের হাসি দেখি মোরা, পুষ্প যখন সুরভিত।
-------------------------------------------------------------------------------------------
No comments
Thanks for your comment.