কবিতা বর্তমান
বর্তমান
মোঃজাহাঙ্গীর আলম
নদীর পানি প্রবাহমান
গাছের পাখির কলতান,
বাতাস বহমান,
জীবন চলমান
যা কিছু দৃশ্যমান,
তা হল বর্তমান ।
নাই মানুষের মাঝে ধৈর্য
কোনো কিছুতে হয়ে যায় অধৈর্য
সব কিছুর এখন হল কি ? যাতে উল্টে চলছে জগৎ
মানুষ এখন সরাসরি পেতে চাই নগদ ।
সবুরে মেওয়া ফলে
এই কথা এখন প্রবাদবাক্য চলে
সর্বত্র মিথ্যাবেসাতি,
নাই সত্যের তেলেসমাতি,
মিথ্যা পেয়েছে স্থায়িত্বের সনদ, সবাইকে ছাড়িয়ে
মরা গাঙে নেই পানি, গেছে গঙে শুকিয়ে
সত্য এখন নিষ্প্রভ, তাকে দিয়েছে উড়িয়ে ।
মিথ্যায় অনেক সম্মান
সত্য কথা অপমান ।
হিংস্রতার ভয়াবহতায় মানুষ কুকুরকে কামড়ায়
মানুষ দেখলে কুকুর এখন দৌড়ে পালায় ।
মানুষের মাঝে নাই সৃষ্টিকর্তা ও পরকালের ভয়
পাপের পথে দিয়েছে জীবনকে বাড়িয়ে যারা
মনে করে তারা হবে না কভু ক্ষয় ।
চারিদিকে মিথ্যার ছয়লাব
সত্য বসে আছি চুপচাপ ।
মিথ্যা সমাজের প্রতিষ্ঠাতা
সত্য নির্বাচিত ।
No comments
Thanks for your comment.