Various Events

কবিতা বাসনায় কামনা


 

বাসনায় কামনা

মোঃজাহাঙ্গীর আলম


কোথায় ছিলাম কোথায় আছি

কোথায় থাকবো জানা নাই  গন্তব্য,

নাই জানা ভবিষ্যৎ, করবোনা কোন মন্তব্য।

ভেবেছিলাম এক রকম

ইতিহাস হলো আরেক রকম।

একদা তুমি ছিলে মোর কাছে,

তুমি নেই এখন আমার সাথে ।

ভেবছিলাম আমি, তুমি হবে মোর জীবন সাথী

হলে কার ঘরণীয়, আমাকে দিয়ে ফাঁকি।

আছ কী সুখে ?

এখনও রয়েছে তুমি মোর বুকে-

কী আমি ভেবিছিলাম ? কেন এমন হলে ?

আমি খুব সহজ সরল, হতে পারলামনা তোমার পরিববরেরর কাছে ভালো।

নিঃসঙ্গ জীবন

তোমায় ভাবি সারাক্ষণ,

কষ্টে কাটে দিন।

বুকের মাঝে লালন করছি দুঃখ বেদনা

তুমি কবে হবে আমার এখনও করি কামনা।

শয়নে স্বপনে তুমি মোর ভাবনা।



No comments

Thanks for your comment.