Various Events

কবিতা বিজয়ের কথা



 বিজয়ের কথা

মোঃজাহাঙ্গীর আলম


বিজয় সেতো ত্যাগ ও বীরত্বের,

বিজয় দিবস সেতো অনেক গৌরবের।

স্বাধীনতার জন্য মরেছে কত প্রাণ, 

বিজয়ের উল্লাসে গাই দেশের গান।

পাকিস্তানীরা ছিল শাসক, শোষক, অত্যাচারী হানাদার,

দেশ স্বাধীন করলো মুক্তিযোদ্ধারা,

বুক ভরা সাহস ছিল তাদের, অনেক বড় হাতিয়ার।

পাকিস্তানের অধিনে ছিলাম মোরা পরাধীন,

৭১ এর ১৬ই ডিসেম্বর ‘বিজয় দিবসে’  হলাম মোরা স্বাধীন।

বিজয় দিবসে জানবো মোরা লক্ষ জনতার লুকায়িত কষ্টের কত কথা,

বিজয় দিবসে শুনবো মোরা মুক্তিযোদ্ধাদের ইতিহাস

যা বিজয় গৌরব গাঁথা।






No comments

Thanks for your comment.