Various Events

কবিতা অপমান



অপমান
মোঃ জাহাঙ্গীর আলম

নিয়ম শৃংখলা ভূলে
শিক্ষার্থীরা করে কোলাহল,
দুর্বল, অসহায় হলে পরে
দেয় শিক্ষকের নিকট
অভিযোগ সমর্পন।
শিক্ষার্থীর শত অভিযোগ,
ব্যঘাত ঘটে শিক্ষকের মনোযোগ,
কিভাবে করবে কার বিচার ?
শিক্ষকেরা নিরীহ
কে করবে তাদের সমীহ ?
অনেক সময় হন অসহায়,
সমস্যা হলে পরে নিরুপায়।
দুর্বলের অভিযোগে, সবলের হয় বিচার।
সবলের শক্তিতে, দুর্বলের প্রতি অবিচার
ন্যায়বিচারের ব্যতিক্রম
থাকেনা সন্মান,
পেশী শক্তির অবৈধ প্রভাবে
হতে হয় অপমান।

No comments

Thanks for your comment.