কবিতা ভাষণ
ভাষণ
মোঃজাহাঙ্গীর আলম
২০১৯ খৃঃ ইউনেস্কো কর্তৃক বিশ্ব স্বীকৃতি পেল
বঙ্গবন্ধুর ১৯৭১ এর ৭ই মার্চের ভাষণ,
বক্তৃতার মর্যাদায় অর্জন করলেন তিনি, এক যোগ্য নেতার আসন।
বঙ্গবন্ধু তোমার ভাষণের পরে,
জ্বালাময়ী হুংকারে,
স্তব্ধ হয়ে যায় শত্রুর বন্দুক,কামান।
তোমারই ডাকে
সাড়ে সাত কোটি বাঙ্গালীরে
দমাতে পারেনি পাকিস্তানী নাফরমান।
সোনার অক্ষরে লেখা হয় তোমার নাম
ছেয়ে গেছে ইতিহাসের পাতা,
বঙ্গবন্ধু তুমি বাঙ্গালীর জাতির জনক
তুমি অবিসংবাদিত বিশ্ব নেতা।
ক্ষণজন্মা মানুষ তুমি,
তোমার আগমণে বন্ধ হয় শাসকের অন্যায় শাসন ।
তুমি নেতা বিশ্বময়ী,
তোমারই প্রতিবাদী ভাষায় থাকেনা,অত্যাচারী শোষকের শোষণ।
No comments
Thanks for your comment.