কবিতা স্টুডেন্টস কাউন্সিল
স্টুডেন্টস কাউন্সিল
মোঃজাহাঙ্গীর আলম
স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন,
প্রতিফলিত হবে গণতন্ত্রের অনুশীলন।
বিদ্যালয়ের অগ্রগতিতে হয়েছে জোট
ছাত্র/ছাত্রীগণ দিবে শান্তিপূর্ণ ভোট।
নির্বাচিত করবে তারা, বানাবে যোগ্য প্রতিনিধি
তাদের মধ্যে জাগ্রত হউক, দেশে সেবার রাজনীতি।
বজায় রাখবে তারা, শ্রেনীকক্ষে শান্তি শৃংখলা
পড়ালেখার পরে খেলা, করবেনা অবহেলা।
আনন্দের মাঝে গ্রহণ করবে তারা সুশিক্ষা,
শিক্ষকগণ দিবেন তাদেরকে, মানুষ হওয়ার দীক্ষা।
জয়-পরাজয় মেনে নিয়ে করবে তারা লেখাপড়া
কোন কিছুতে হবেনা বিবাদ ও ঝগড়া।
এগিয়ে যাক অনেকদূর, এরাই দেশের সম্পদ।
হাসি আনন্দে থাকুক তারা, থাকবেনা কোন বিবাদ।
যে বা যারা হবে সকল ছাত্র/ছাত্রীর প্রতিনিধি,
ধরে রাখবে তারা শ্রেনিকক্ষের নিয়মনীতি।
অনুরোধ তাদের কাছে শ্রেণি কক্ষ রাখে যেন তারা ঝকঝকে পরিষ্কার,
সারাবছর পাবে তারা দোয়া-আশীর্বাদের পুরষ্কার।
দূরে হয়ে যাক তাদের কাছে থেকে সকল অশিক্ষার কুসংস্কার
আত্মগর্বে ও অহংকার কাউকে করবে না তিরষ্কার।
সুষ্ঠুপরিচালনার কাজে পালন করবে তারা দ্বায়িত্ব
অন্যায়তে করবে না আপোষ, মনে রাখা কর্তব্য।
ভালো কাজে থাকবে তারা ঐক্যমত
চলবে তারা, মানবে তারা সহজ-সরল পথ।
No comments
Thanks for your comment.