Various Events

কবিতা সমৃদ্ধি আনে গার্মেন্টস

 



সমৃদ্ধি আনে গার্মেন্টস 

মোঃজাহাঙ্গীর আলম



পোশাক শিল্পে আসে প্রচুর বৈদেশিক মুদ্রার নাম গার্মেন্টস শিল্প, 

বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্পনগরীতে অবস্থিত গার্মেন্টস,

বলব শ্রমিকদের গল্প । 

কাজ করে সৎ পরিশ্রমী শ্রমিক হাজারের কাছাকাছি,

শ্রমিক মালিক সম্পর্ক, আন্তরিকতা শ্রদ্ধার পাশাপাশি । 



শ্রমিক কাজ করে মন দিয়ে, পায় সে সময় মত মজুরি 

আদর্শবান জিএম-এর কারণে, যায় না শ্রমিকের চাকুরি । 

অত্যন্ত সততা নিষ্ঠার সাথে শ্রমিক করে মন দিয়ে কাজ,

ওয়াশিং, ফিনিশিং, আয়রন এর ছোট বড় কেউ পায়না লাজ । 



ঈদ উৎসবে, পিকনিকে মে দিবসে আরো করে অনুষ্ঠানে 

বাংলা ও ইংরেজী নববর্ষে 

পোশাকের মানসম্পন্ন গুনাগুন আছে এগিয়ে সবার চেয়ে শীর্ষে । 

কাজকে অবহেলা করে কোন শ্রমিক করে না যেন দুর্নাম 

কাজের কোয়ালিটির উপর নির্ভর করে এই গার্মেন্টস এর সুনাম । 




যত দিন যতদিন শ্রমিক শ্রম, কোয়ালিটির হবে তত উন্নয়ন ; 

পোশাক যেন হয় না বিদেশিদের নিকট মনের মত। কাজের কাজের মধ্য কথা না করবো মরা মহান আল্লাহর নামে জিকির । 

কাজ কে মনে করব না মরা ছোট, করব না কোন ফন্দি ফিকির । 



মালিকের সৎ ইচ্ছায় শ্রমিকের সমস্যা হয় যেন সমাধান

বেকারত্ব দূর হোক এই বাংলাদেশে, রাখুক সবাই অবদান । 

কাজ কে মরা করবো শ্রদ্ধা হব মরা এক পরিবারের সন্তান 

সবাই যেন পায় নিরাপত্তা হবোনা কেউ চাঁদাবাজ মস্তান । 


গার্মেন্টস এর এমডি সাহেব ব্যবসার কাজ করেন শুরু 

আল্লাহর নামে বিসমিল্লাহ 

লাভ-লোকসান ভরসা রাখেন মহান মহান প্রভুর উপর যিনি আল্লাহ । 



কবি হিসাবে আমি চাই শ্রমিক এবং মালিক হবে নামাজে 

কুরআন পাঠক এবং পরের 

আচার-আচরণের সততা নিষ্ঠা ভালোবাসার উপরে হয় না যেন কেউ গুনাগার । 


গার্মেন্টস এর তত্ত্বাবধায়ক আছেন যিনি 

হয় না কেন হয় না যেন তার কখনো অবনত 

কথায় নয় কাজের মধ্যে যিনি দেখাবেন কর্মে বীর । 



এগিয়ে যাক এই শিল্প পৃথিবীর বুকে রাখেন যেন মাতৃভূমি বাংলাদেশের সম্মান সুখে-দুখে দুর্যোগে করবো না ।

No comments

Thanks for your comment.