কবিতা জীবন+অংক = জীবনাংক
জীবন+অংক = জীবনাংক
মোঃ জাহাঙ্গীর আলম
রহস্যময় পৃথিবীর মিলেনা কোন অংক
অস্বাভাবিক মৃত্যুতে বাড়ে আতংক
ভয়ে ভয়ে থাকে মানুষ, কখন কি হয় জানেনা
অনিয়ম দেখলে পরে অন্তর দিয়া মানতে চায়না
কার সাথে বলবো মনের কথা
ঘুচবে মোর মনের ব্যথা ,
যদি করে সে প্রতারণা
পাহাড় সম অপমান, দুঃসহ বেদনা
পৃথিবী নামক মঞ্চ নাটকে
জীবন নামক জুয়া খেলায়,
তোমাকে কেউ যদি হারায়
বাঁচার মত থাকেনা ঊপায়।
জীবন চলার পথে যদি হও আসামী ,
নিরপরাধ হতে সময়ের দাবী।
জীবন যেখানে যেমন
হিসাবের খাতায় মিলেনা তেমন,
সময়ের স্রোত ধারায়,
জীবনের গতি হারায়।
আলো আঁধারের ফাঁকে
জীবনের বাঁকে,
অত্যচারীর অত্যাচার
কিভাবে পাবে ক্ষমা ?
জীবন সেতো না থামা গাড়ির মত,
চলন্ত গাড়িতে নিজের আসন শুন্য হলে
সময়ের অপেক্ষায় পিছন থেকে পিছনে।
জীবনের যথাযথ ব্যবহার,
স্যালুট (সন্মান) মিলে বরাবর।
জীবন নামক অংক পরীক্ষায়
নিত্যনতুন নিয়মের আদ্ভুত শিক্ষায় ,
যদি হতে পারো কেউ কৃতকার্য,
চেষ্টায় সাফল্য, দরকার অফুরন্ত ধৈর্য্য ।
-------------------------------------------------------------
No comments
Thanks for your comment.