Various Events

কবিতা কান্না


 

কান্না

মোঃজাহাঙ্গীর আলম


ব্যথা পেয়ে মানুষ কাঁদে

চোখে আসে জল,

আবেগেও কাঁদে সে

যদি হয় সহজ সরল।

জন্মিতে আমি কেঁদেছিলাম

এখনও কাঁদি,

যখন তখন কাঁদি আমি

দু’নয়নে বয়ে যায় নদী।

কিছু কিছু মানুষের কথায়

মনে আসে ব্যথা,

বুকের গহিনে কাঁদি আমি

একাকী নীরবতা।

মানুষ কখন কেন কাঁদে?

লুকিয়ে থাকা কষ্ট যখন অন্তরে বাধে।

কান্না হয়েছে মোর জীবন সাথী, এখনও কাঁদি

সুখ পাখি পালিয়ে বেড়ায়,হাসি দিয়েছে ফাঁকি।

গুরুদের শাস্তিতে,শিষ্য কাঁদে

পুলিশের লাঠির আঘাতে কাঁদে আসামী,

বাবার শাসনে সন্তান কাঁদে

নিরীহ প্রজা কাঁদে,জমিদার হয় যখন অত্যাচারী।

খারাপ লোকের পাল্লায় পড়ে,মানুষ কাঁদে সীমাহীন,

প্রভাবশালীর অত্যাচারে দূর্বল কাঁদে,হয়ে গৃহহীণ।

মৃত্যুর ভয়ে কাঁদে মানুষ,কিভাবে থাকবে কবরের ঘরে,

আল্লাহর ভয়ে কাঁদে মানুষ, সৎ ঈমানদার যখন মরে।

অসহায় মানুষ কাঁদে,

বিপন্ন হয় মানবতা

আকাশ কাঁদে,বাতাস কাঁদে

পৃথিবী নামক বিশালতা।

হাসতে তুমি চাও

প্রথমে কান্না থামাও,

সুখ পাখি দেয় যদি ধরা

মিথ্যা,হিংসা দূর করে

নিজেকে সৎ বানাও।











No comments

Thanks for your comment.