Various Events

কবিতা প্রাপ্তিতে পূর্ণতা


 

প্রাপ্তিতে পূর্ণতা

মোঃজাহাঙ্গীর আলম


পশুতে পশুতে লাগে লড়াই

দুর্বলকে পেটানো নাকি পুরুষত্বের বড়াই।

ধানতুলে খেড় মাড়াই

ঝড়ের দিনে আম কুড়াই,

মন্দ কাজে শান্তি নাই

ভালো কাজে পূর্ণতা পাই।

স্বাদের খাবারে তৃপ্তি পাই

অসুস্থতা থেকে মুক্তি চাই,

হিংস্রতা দেখলে ডরাই,

ফসলের ক্ষেতে পশু-পাখি তাড়াই।

খাবারের জন্য চুলো জ্বালাই,

মশা তাড়াতে কয়েল ধরাই। 

তুমি আমার বোন, আমি তোমার ভাই

মানুষ হওয়ার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানে যাই।

কাজের শেষে অর্থ পাই।

বেকার লোকের চাকুরি নাই।

প্রজাবৎসল জন-বান্ধব সরকার চাই,

মৌলিক অধিকার সব যেন পাই।

কার ভাগ্যে কি আছে সকলেরই অজানা, 

অজানা গন্তব্যে জানা নাই ঠিকানা।

বিনা শ্রমে সুখ নাই,

প্রাপ্তিতে পূর্ণতা পাই।



No comments

Thanks for your comment.