কবিতা দয়া
দয়া
মোঃ জাহাঙ্গীর আলম
মানুষে মানুষে আছে মায়া
আপদে বিপদে মিলবে দয়া ।
মানুষ মানবতার জন্য
মানুষের সেবায় ধরনী ধন্য।
দয়া মায়া স্রষ্টার দান
দয়া মায়ায় বাঁচে প্রাণ ।
মানুষ মানবতার জন্য সেরা,
মানবতায় টিকে আছে ধরা।
যখন দেখা দেয় মানবতা বিপন্ন
করুণ আর্তনাদ আসে, দয়া মায়া না থাকার জন্য।
অপকর্মের ফলে মানুষ হয় জঘন্য
দয়া মায়া হীন মানুষ, পশুর সমতুল্য।
ধর্মে কর্মে মানুষ হয় বীর,
দয়া মায়ায় উন্নত থাকে শির।
No comments
Thanks for your comment.