Various Events

কবিতা নারী

 


নারী

মোঃজাহাঙ্গীর আলম


নারীতো দাবা খেলার জুয়ার গুটি

নারীতো নরকের আগুনের খুঁটি

গড়ে উঠা পৃথিবীর বসতির শুরুতেই নারী বাজারের পণ্য

নারী বরাবরই ভোগের জন্য।

নারীতো ছলনাময়ী,

নারীর অঙ্গে মিলে মনমাতানো অনুভূতী।

ভালো নারীতে সংসার সজীব।

দুষ্ট নারীতে সমাজ নাশ, দীর্ঘ শ্বাস ছাড়ে সকল জীব।

নারী রুপ লাবণ্যে আবেদনময়ী।

নারীতে পুরুষ জয়ী কিংবা পরাজয়ী।

নারীতে আসে চলার পথে অনুপ্রেরণা,

নারীই সুখ দুঃখের যন্ত্রণা শান্তণা

সকল নারীতে আছে এক গুণ

সংসারে লাগাতে পারে নরকের আগুন।

নারীতে কী আছে মধু

দৃশ্যমান পুরুষ চোখের পলকে হয় অদৃশ্য

একি তাদের যাদু!

সময় অসময়ে পৃথিবীতে ঘটে ছোট- বড় যুদ্ধ

নারীর কারণে ও ঘটে যুদ্ধ,সকল জ্ঞানীতে একতাবদ্ধ।

বৌ শাশুড়ীর রেষারেষি,

নারীতে নারীতে চুলাচুলি,

নারীর ছায়ায় পৃথিবীর মায়ায়

পরকাল থাকে শূণ্যের খতায়।

নারীই পারে তোমাকে কাঁদাতে হাসাতে।

নারীই পারে তোমাকে হারাতে বাঁচাতে।

পুরুষ তুমি যতই শক্তিশালী,

নারীর নিকট তুমি ধরাশায়ী।

পুরুষের কামনা বাসনায়,

নারীর চাওয়া পাওয়ায় দেহমন মিলে একাকার।

নারী রাক্ষুসী,নারী সর্বনাশী

নারী পুরুষ সুখী সংসারে থাকে হাসি খুশী।

পুরুষ জাতিতো রাজার জাত

নারীর ষড়যন্ত্রের কৌশলে হয় কুপোকাত,

পুরুষ নিজেকে যতই ভাবুক রাজা

নারীই দিতে পারে উত্তম সাজা।

পুরুষ জাতি যোদ্ধা

নারী তার সহযোদ্ধা।

কল্যাণ কাজে ধরণীর বুকে যা কিছু গড়ে,

নারী পুরুষের অবদান সকলের তরে।

নারীতো মায়ের জাত

মায়ের পদতলে সন্তানের জান্নাত।

কন্যা,জায়া,জননী,দাদী,নানী

সকলের পরিচয় এক সূত্রে গাঁথা,সে তো নারী।

আল্লাহর পরে কেউ যদি পায় সম্মান

নারীর জন্য তার স্বামী,শির উঁচু করে রাখবে  তার মান।

বয়স্ক পৃথিবীর নারীর নিকট পুরুষের নেই কোন দাম

একের পর এক নারী পাল্টায় স্বামী,জগতে বাড়ে কী সুনাম!

বলেছিলো জাতীয় কবি নজরুল, নারী হলো ‘পূজারিণী’

অধম আমি বলি নারী ‘শয্যাসঙ্গীণি’

আজকের রাত আমার

আগামীর বাসর হবে অন্য কার।

জায়া নারীতে অতিরিক্ত পূজা,

পতির জন্য প্রস্তুত সাজা’

নারী তুমি কার,

শুধুই কী আমার!

নারী ছলনাময়ী,তারাই আবার অভিনয় জগতের অভিনেত্রী।

রান্নাঘরের রাঁধুনী থেকে প্রধানমন্ত্রী।

নারীতো কখনও দস্যিরাণী

বাহারি নারী

হয় বিজ্ঞাপণের মডেল,

বাজার জাত হয় প্রসাধনী।

নারী দ্বারা হয় বিশ্ব সুন্দরী প্রতিযোগীতা,

নারী কেন্দ্রিক রচিত গল্প,নাটক,সিনেমা,গান,কবিতা।

নারী দ্বারা চরিত্র অশ্লীল,

নারী প্রেমে পুরুষ বিলীন।

সাপের মুখে কত বিষ?

নারীর মধ্যে তার চেয়ে বেশী বিষ!

নারীতো নবীরাসুল জগত বিখ্যাত বড় বড় মানুষের মা।

বিনা কারণে নারীকে দিওনা গালি, ভেবোনা যা তা।

পুরুষ যত পেশায় আছে নিয়োজিত,

প্রায়ই পেশায় নারী কর্মরত।

পৃথিবীতে পুরুষ যদি হয় বিকশিত,

নারী দ্বারা হয় প্রস্ফূটিত ।

পুরুষ না পারে যেতে এগিয়ে

নারীবিহীন সে ,না পারে চলতে।

নারীর প্রেমে কত জ্বালা,

গায়ে পড়বে কলংকের ডালা

নারীতো বহুরুপী,

নারীর কারণে নর-নারী পাপী।

সিনেমার বিজ্ঞাপনে নারীর দেহ খোলা,

মোবাইলের ফেইসবুকে নারী খোলামেলা।

বেশ্যালয়ের কক্ষে নারী ইজ্জত বিলায় সরাসরি,

পার্কের নারী নিজেকে বিকায় দামে দরাদরি।

টাকার জন্য নারী নাচে,হয় নর্তকী

মঞ্চে গায় গান কোকিল কণ্ঠে গায়কী,

নারী কী শুধু ভোগের সামগ্রী বাজারের পণ্য?

নারীর জন্য জগত কী হবেনা ধন্য?

নারীর আকর্ষণে পুরুষের কামনা বাড়ায়,

খারাপ পুরুষের পাল্লায় নারী বড়ই অসহায়।

‘নারী’ সবচেয়ে বড় আবেগী রোগ,

নারী নিজেকে বানায় পুরুষের ভোগ।


নারী যখন নিজেকে মেলে ধরে,

তখনি পুরুষের নজড় কাড়ে।

নারী যদি বজায় রাখতে চায় নিজের অস্তিত্ব,

তাহলে ধরে রাখতে হবে নিজের সতীত্ব।

যে নারী নিজেকে রেখেছে লুকায়িত,

সে নারীর ঘ্রাণ সুরভিত।

নারী তুমি হইওনা বস্তু,নোংরা উপস্থাপনার,

হবে তুমি উদাহরণ,ময়লা-আবর্জনার।

নারী তুমি তো মা,সবার উপরের শিরোমণি

নারী ধৈর্য্যের সাথে করো পূর্ণের কাজ,হবেনা কলংকিনি।

-------------------------------------------------------------------------







,








No comments

Thanks for your comment.