কবিতা অধিকার
অধিকার
মোঃজাহাঙ্গীর আলম
আমরা প্রাথমিক শিক্ষকগণ ‘মানুষ গড়ার মূল কারিগর’
বাংলাদেশে আমরাই প্রাতিষ্ঠানিক চাকুরিতে সর্ববৃহৎ পরিসর।
আমরা চাই সন্মান জনক গ্রেড বেতন স্কেল প্রধাণ শিক্ষকদের ২য় শ্রেণীর সন্মান আদায়,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যদি হন উপ্র সহায়।
গঠিত হক আমাদের জন্য উন্নত জীবন যাত্রার মান অনুযায়ী বেতন স্কেল স্বতন্ত্র,
সারা বাংলাদেশে প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবী আদায় হোক এটাই মূলমন্ত্র।
আমরা প্রথমিক শিক্ষকগণ ফুলের বাগান, আমাদের বাগানে ফটে লক্ষ লক্ষ ফুল,
আমাদের দারা জাতি হয় উন্নত ও চরিত্রবান, আমরা সেরা, আমরা মূল।
আমদের প্রয়োজন ভাল বেতন এবং মর্যাদা যদিও আমরা জাতির হৃদপিণ্ড,
এটা কোন ধরনের বিবাক ? হচ্ছেনা সর্বক্ষত্রে মানদণ্ড !
আমরা সকলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ আছি একমত,
বাস্তবায়ন হয় যেন আমাদের আধিকার,
প্রতিস্থত হক বাংলাদেশ প্রথমিক শিক্ষকদের সকলের কামোনা
ন্যায্য দাবির অভিমত।
No comments
Thanks for your comment.