কবিতা সাব-ক্লাষ্টার
সাব-ক্লাষ্টার
মোঃজাহাঙ্গীর আলম
কখনো রোদলা দিন, আবার অবিরাম ঝরে বৃষ্টি
কখনো ঠান্ডা শীতে চলে কার্যক্রম শিক্ষার,
সরকারি প্রাথমিক বিদ্যালয়তে চলে প্রশিক্ষণ তখন সাব-ক্লাষ্টার।
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলছে সাব-ক্লাষ্টার, দিবসটি থাকে সকলের স্মরণ,
আজকের সুন্দর দিনে, আলোচনা নির্ভর শিখন অনুষ্ঠানে,
দিবসকে করবো মোরা বরণ।
আজকে শিখবো আমরা বিষয় ভিত্তিক পাঠ, হবে আমার মেধার উন্নয়ন,
আমরা হলাম মানুষ গড়ার কারিগর,
থাকবো না মোরা পিছিয়ে, এগিয়ে যাব সকল শিক্ষকগণ।
আমাদের শিক্ষায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় হবে আলোকিত,
শিক্ষার্থীরা পাবে সঠিক শিক্ষা, হবে না তারা কোন কিছুতে বঞ্চিত।
আজকের সাব-ক্লাষ্টার প্রশিক্ষক (এ ইউ ইও) এটাইও স্যারের পদার্পনে,
চলবে আমাদের শিক্ষা কার্যক্রম।
আপ্যায়ন বিরতির সাথে সাথে
শিখছি মোরা শিক্ষার্থীর জন্য উন্নত পাঠক্রম।
বিদ্যালয় কমিটির সভাপতি, সদস্যবৃন্দ, স্বাগতিক বিদ্যালয় সকলের
আন্তরিকপূর্ণ আপ্যায়নে,
আমরা উপস্থিত সকল শিক্ষক/শিক্ষিকাগণ হয়েছি বিমোহিত,
আমাদের পদচারণায় ভরে উঠবে বিদ্যালয় আঙিনা,
হবে সকল গ্রাম শিক্ষায় আলোকিত।
প্রশিক্ষক স্যারের অভিজ্ঞতার নিরিখে সাব-ক্লাষ্টার প্রশিক্ষনেী আমরা পেয়েছি দক্ষতা,
বাংলার সকল গ্রামে ছড়িয়ে দিব শিক্ষা, থাকবে না কোন নিরক্ষরতা।
No comments
Thanks for your comment.