Various Events

কবিতা নারীর মূল্য

 


নারীর মূল্য

মোঃজাহাঙ্গীর আলম


নারী যদি হয় সুন্দরী,

দেখায় সে রূপের বাহাদুরী।

পুরুষ হয় বেসামাল,

পায়না সুন্দরীদের নাগাল।

রূপে সুন্দরী অহংকারে নাচে

পরতে পরতে পুরুষ তারা যাচে।


সুন্দরী যদি হয় শিক্ষিত

বাড়ে তার গুরুত্ব।

সুন্দরীদের পিছনে পুরুষ খায় ধোঁকা,

অবশেষে হয়ে যায় বোকা।

নারীদের পদ ভারে জমিন কাঁপে,

শিক্ষিত সুন্দরী নিজেকে বড় ভাবে।


শিক্ষিত,সুন্দরী যদি পায় চাকুরী

দেখায় তাদের বাড়াবাড়ি।

হাওয়ায় সে বারবার উড়তে চায়

হুরপরীদের কেও হার মানায়।

অধিক যাচাইতে অনেকের ভাগ্যে জোটেনা স্বামী

স্বামী বিহীন শিক্ষিতা,চাকুরীজীবি অপরূপা কিভাবে হবে দামী?

অবশেষে যদিও জোটে তাদের ভাগ্যে কোন স্বামী

হয় সে দোযবর,বিপত্নীক,বৃদ্ধ নতুবা টেকো নামিদামী।

শিক্ষিতা, চাকুরীজীবি,সুন্দরী

তিন গুণে গুণান্বিতা নারী।

সে শুধু চায় আকাশেতে উড়তে

পুরুষ পারেনা তাকে ধরতে।

যতই করুক সে অভিনয়

সময় মত হয়না পরিণয়।

অসময়ে বিবাহে হয়না কোন সন্তান,

সমাজে,পরিবারে থাকেনা কোন মান।

একজন নারী

শিক্ষিতা, সুন্দরী যতই থাকুক বাড়ী,গাড়ী

সবচেয়ে বড় সম্পদ তার,

স্বামী, সন্তান,চরিত্র ও সংসার।

কম বেশী সমঝোতায়,

জীবন নামক সময়ের যোগ্যতায়,

করো তুমি সময়মত বিবাহ।

চলবে সুন্দর ধারাবাহিক স্রোতে সংসার প্রবাহ।

সম্মানের আসনে থাকবে আসীন

ধরণীতে নারী হবে পূজার তূল্য,

তুমি নারী হবে মূল্যবান

বাড়বে তোমার মূল্য।

















No comments

Thanks for your comment.