কবিতা হিংসা
মোঃজাহাঙ্গীর আলম
মানবীয় গুণে অহিংসা পরম ধর্ম
দরকার ধরণীতে হিংসাহীণ মানুষের জন্ম।
যে জন দিয়েছে হিংসাকে ‘ বলি,’
সে জন গিয়েছে সৎ ভাবে চলি।
হিংসার উর্দ্ধে ছিলেন নবি-রাসুল,সাধক,অলি।
ফোটে প্রতিদিন সুগন্ধি পুষ্পকলি
করেনা হিংসা সুশোভিত গন্ধে,ভরে যায় ফুলদানি ।
হিংসার অনলে ব্যক্তি,পরিবার,সমাজ পুড়ে ছাড়কার,
হিংসার আগুনে দেশ ধ্বংস,হয় একাকার।
হিংসুকের স্বর্গে প্রবেশ নিষেধ মুহাম্মদ(স) এর আদেশ,
রাজনীতিবিদগ্ণ করেন হিংসা,ধ্বংস হয় দেশ।
জ্ঞানী গুণীরা কয়,
হিংসা করা ভালো নয়।
হিংসা সকল অবস্থায় পরিত্যাজ্য
শাসক হিংসুক হলে পরে, বাঁচবেনা রাজ্য।
যার মাঝে বিরাজ করেনা হিংসা,
সে তো ভাই দুনিয়াতে মনুষত্বের বাদশা।
অপরের দুঃখে,বিপদে রটাবেনা কুৎসা
কারো সুখে ঈর্ষায় করবেনা হিংসা।
হিংসা ষড় রিপুর কঠিনতম দোষ,
হিংসা দমনে বাড়বে জগতময় যশ।
No comments
Thanks for your comment.