Various Events

কবিতা অবুজ হৃদয়ের ভালোবাসা



 অবুজ হৃদয়ের ভালোবাসা

মোঃজাহাঙ্গীর আলম


প্রথম দেখাতেই মুগ্ধ আমি

কি যে মধু আছে না জানি।

অনুভুতিতে মাতোয়ারা,

পথ চলতে দিশেহারা।

প্রেমিক মন অবুঝ,

মানেনা কোন বুঝ,

কিযে ভালো লাগে তার ডানা কাটা চাহিনি।

ছটফট করে হৃদয়, হয়ে যাই পেরেশানী।

কারনে অকারণে

সুন্দর অবয়বে তাকাই আমি বারে বারে।

দিবস শেষে ফিরে আসি নীড়ে

তাহার কথা মনে পড়ে ।

কেমন আমার পাগল মন,

শুধু করে উচাটন।

ভালোবাসার মায়াজালে

প্রেম পাখি ডালে ডালে,

অবুজ হৃদয়ের ভালোবাসায়

প্রেমতরী ভাসে জলে জলে।

তুমি আমি এক আত্না এক মন

বাসবো ভালো সারাজীবন।

আসুক যত ঝড়তুফান

গাইবো মোর ভালোবাসার জয়গান ।।

No comments

Thanks for your comment.