কবিতা বিচার কর মানবিয় গুন
বিচার কর মানবিয় গুন
মোঃজাহাঙ্গীর আলম
সমাজের একজন মন্দ কেহ
যদি আমায় বলে মন্দ,
ইহা নহে মোর সমস্যা ।
সমাজের বসবাসরত ভালো কেহ
বলে মন্দ আমায়,
চিহ্নিত করবো আমার সমস্যা ।
সৎ হওয়ার জন্য করবো চেষ্টা।
পরিবারের কোন একজন বিদ্রুপকারী
মধুর আচারনের দরুন, করে টিটকারী
এতে চিন্তিত নই আমি।
পরিবারের কোন এক জন বিনয়ী
আমার আচারনে হয় সমালোচক,
হবে পরিবর্তন আমার, ভুল ব্যবহার।
যেকোন পরিস্থিতিতে কোন স্বার্থপর
যার সহযোগিতা প্রত্যাশা দুঃস্বপ্ন
যদি সে বলে আমি স্বার্থপর
তার কথা শোনা অযৌক্তিক
সবসময় নিঃস্বার্থ কেহ
আমায় বলে স্বার্থপর,
চেষ্টায় দূর করবো স্বার্থপরতা
পাবো নিজের মধ্যে মানসিক প্রফুল্লতা ।
একজন বিপদজনক মিথ্যাবাদী,
আমার সত্যতায় হয়না খুশি,
কী হবে আমার সমস্যা ?
কিন্তু এক জন সত্যবাদী
যদি সে জানে আমি মিথ্যায় অনুকরণকারী
তাহলে আমি মিথ্যা ছড়াবো তাড়াতাড়ি।
একজন মানব অতিব ভংয়কর
যদি সে আমায় ডাকে কাপুরুষ,
গুরুত্ব দিবোনা এতে, হবোনা বিচালিত।
কিন্তু মহাবীর কোন ব্যক্তি
আমায় যদি ডাকে ভিরু,
তাহলে দূর হবে ভীরুতা
ইতিহাস রচিত করবো আমি, জীবন হবে মোর বীরত্বের গাঁথা।
নির্দয় প্রকৃতির জঘণ্য কেহ
আমায় যদি বলে কঠিন তম
আমার অপছন্দের তালিকায় সে একজন।
কিন্তু সরল প্রকৃতি দয়ালু কোন মানুষ,
যদি সে জানে আমি নিষ্ঠুর,
সড়কে পাশে দিবো কবর
আমার নিষ্ঠুর আচারণ।
No comments
Thanks for your comment.