কবিতা ক্রীড়া প্রতিযোগীতা
ক্রীড়া প্রতিযোগীতা
মোঃজাহাঙ্গীর আলম
খেলার মাঠে চলছে খেলা,
সকল শিক্ষার্থীদের মিলন মেলা।
দিচ্ছে দৌড়, চলছে খেলা মোরগ লড়াই
খেলায় ব্যস্ত নিয়োজিত শিক্ষক মশাই।
কেউ খেলছে রশি নৃত্য, কেউ দিচ্ছে দীর্ঘলাফ
খেলার মাঠে দর্শকদের বাড়ছে চাপ।
বিস্কুট দৌড় খেলাটি খেলে মজা করে,
অংক দৌড় প্রতিযোগিতা খেলে হিসাব করে ।
দৌড়ের পর আরো দৌড়-ভার সাম্য দৌড়, বস্তা দৌড়।
খেলায় বিজয়ী হলে পায় অভিবাদন হাত তালি ,
মুখরিত থাকে মাঠে, দর্শকদের কলকাকলি।
গুপ্তধন উদ্ধার খেলার পরে, করে খেলা বল নিক্ষেপ
পরাজিত হলে পরে, খেলোয়াড়দের থাকে আক্ষেপ।
পরিচিত শব্দ মনে রাখার জন্য খেলে স্মৃতি খেলা
সব শব্দ পারে না বলতে, স্মৃতির পাতায় দেয় দোলা।
হাড়ি ভাঙ্গা খেলে দু’-চোখ থাকে কাপড়েতে বন্ধ,
ভাঙতে হয় হাড়ি, লাঠি/বাঁশের আঘাতে দু’-চোখ থাকে অন্ধ।
বড়রা খেলে বসে থেকে, প্রিয় খেলা বালিশ
বিচারকের ফলাফল চূড়ান্ত হলে পরে, গ্রহণীয় নয় কোন নালিশ।
প্রতি বছর হয় খেলা শিক্ষা প্রতিষ্ঠানে
বার্ষীক ক্রীড়া প্রতিযোগীতা
খেলার মাঠে খেলে সবাই, নেই কোন বিলাসিতা।
No comments
Thanks for your comment.