কবিতা খুনি
খুনি
মোঃজাহাঙ্গীর আলম
কোন কোন মানুষের মাঝে
আছে এমন এক গুণ,
হাসিতে হাসিতে হাসির ছলে কথার প্যাচে
মানুষকে করে ফেলে খুন।
লাগেনা তাদের পিস্তল,বন্দুক
করেনা ব্যবহার দা,বটি,ছুরি
বিনা সুতায় আকাশেতে উড়ায় তারা
রহস্যময় ঘুড়ি।
নয়কো তারা প্রভাবশালী,নয়কো তারা ধনী
কথার প্যাচে মানুষকে খুন করে তারা
হয়না তারা কখনও খুনি।
থাকে তারা প্রকাশ্যে, সবার মাঝে ঘুরে
কখনও পড়েনা তাদের হাতে হাত কড়া
থাকে তারা ধরা ছোঁয়ার বাহিরে।
এ কেমন খুনি ভাই
তাঁদের ফাঁদে পড়লে নিস্তার নাই।
তারা খুব বিপদ জনক,অতি ছোট্ট বটে
করেনা মানুষ শান্তিতে বসবাস,বাক খুনিদের দাপটে।
সুঁই হয়ে ঢোকে,ফাল হয়ে বেড়োয় তারা
নিরীহ সহজ সরল মানুষ হয় এলাকা ছাড়া।
চিকন বুদ্ধির মানুষ তারা,তীক্ষ্ণ তাদের মেধা
অকারণে দিশেহারা মানুষ,হয়ে যায় গাধা।
অতি জটিল মানুষ হয়
কথা দিয়ে কথা লয়
নয়কো তারা সন্ত্রাশ
অতি শক্তিধর পদার্থ অনুর চেয়ে বড় তারা,ভয়ংকর ত্রাশ।
প্রভাবশালীদের স্বার্থের মায়ায়
রাজনৈতিক,প্রশাসনিক ছত্রছায়ায়
বাধায় তারা যুদ্ধ,
অকারণে ঝরে প্রাণ,মরে শিশু,নারী,বৃদ্ধ।
No comments
Thanks for your comment.