কবিতা দ্বৈত ঋতুর প্রশিক্ষণে
দ্বৈত ঋতুর প্রশিক্ষণে
মোঃজাহাঙ্গীর আলম
উজ্জল মেঘহীণ রৌদ্রময় আকাশে
১৪২৬ বঙ্গাব্দের শেষ ঋতু বসন্তে
ফাল্গুনের ফুল ফোটা বাগানে
সুরভিত ফুলের সুঘ্রাণে
কোকিলের কুহু কুহু কলতানে
ভালোলাগার আন্তরিকতার স্মৃতিময় টানে
প্রেমিক প্রেমিকার ভালোবাসার মনে
ঐ দূর আকাশে উড়ে যাওয়া পাখির ডানায়
শুকিয়ে যাওয়া খাল-বিলের নালার জলধারায়
হিম বাহের পরে দখিনা হাওয়ায়
মাঘের শেষে কুয়াশার শিশির ভেজা ঘাসের সাথে
জ্যোৎস্না ভরা আকাশে পূর্ণিমার রাতে
সময়ের স্রোতধারার সাথে দূর হয়ে যাক সকল অমঙ্গল
সময়ের সৎ ব্যবহারে জীবনে আসুক সফলতা,মঙ্গল।
১১.০২.২০২০খৃঃ হতে ১৬.০২.২০২০খৃঃ পর্যন্ত ছয়দিন ব্যাপী,
দ্বৈত ঋতুর প্রশিক্ষণে
প্রাথমিক বিজ্ঞান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায়,
বসন্তের শুভেচ্ছার সাথে ভালোবাসা দিবসে
সকলকে ভালোবাসা দিলাম বিলায়।
No comments
Thanks for your comment.