কবিতা ধর্ম ও মনুষত্ব
ধর্ম ও মনুষত্ব
মোঃ জাহাঙ্গীর আলম
ভাগ্যের লেখায় কেহ যদি হয় বলি
তার অজানা ভুলের অপরাধে
আমি কেন দিবো তাকে গালি।
ভুলে ভুলে জীবন যদি হয় পার,
ভুলের কারণে সব কিছু হয় ছারখার।
মনুষত্বই মানবীয় ধর্ম।
সৎ কর্মই মনুষত্বের জন্ম।
ধর্মের বাড়াবাড়ি যেথায়
অধর্মের আনাগোনা সেথায়।
মনুষত্বের অভাব দেখা যায় যার
ধর্মকে করে পুঁজি ঢাল-তলোয়ার।
ধর্ম হোক পরকালের মুক্তির উপায়
সৎ কর্ম করবো আমি,আল্লাহ হবেন সহায়
ভালো মন্দ বুঝার জ্ঞান আছে যার
সুন্দর ভবিষ্যত তার,এগিয়ে যাবার।
ধর্মের আড়ালে অমনুষত্ব
আচরণে পশুত্ব,
বিপন্ন মানবতা
হারালো সভ্যতা।
ধর্মের আড়ালে সততার লুকোচুরি
করে সে অবৈধ অর্থের কাড়াকাড়ি
মুখে তার নীতি কথা,
আচরণে পাই ব্যথা,
সকলে তার প্রতি হয় নাখোশ
পরিধান করে সে ভদ্রতার মুখোস
সে তো মানুষ,ধারণ করে ধর্মের লেবাসধারী
গোপনে নীরবে,নিভৃতে সে বড় অত্যাচারী।
স্বার্থের আঘাতে
থাকেনা ধর্ম,
লোভ তার ঝেকে বসে
অধর্মই হয় তার কর্ম।
ধর্ম ও মনুষত্ব আছে যার
তাকে মোরা খুঁজি,
ধরা থেকে অধর্ম,অমনুষত্ব নিপাত যাক
বিশ্বাসের নৌকা চালায় কোন মাঝি?
No comments
Thanks for your comment.