Various Events

কবিতা প্রশিক্ষণাভূতী


 

প্রশিক্ষণাভূতী

মোঃজাহাঙ্গীর আলম


আজ শেষ হবে আমাদের মাঝে বিষয়ভিত্তিক প্রশিক্ষণের শেষ মিলন মেলা ।

কেটেছে আমাদের অনেক ঘটনা, হাসি, আনন্দ, লেখাপড়া ও খেলা।

কতই না দিবস পেরিয়ে গেছে আমাদের মাঝে,

সমবেত হয়েছি আমরা

ইনস্ট্রাকটর স্যারের ইউআরসি ভবনেতে।

আমরা সবাই ছিলাম বেশ কিছু শিক্ষক শিক্ষয়িত্রী।

বিষয়ভিত্তিক পাঠ শিখন শিখানো পদ্ধতি

জানার জন্য বিসর্জন দিয়েছি দিবা রাত্রি।

আমরা সবাই শিক্ষক, লক্ষ্য মোদের শিক্ষার প্রাথমিক উন্নয়ন।

যদিও আমরা চাকুরিজীবি,

হাসি আনন্দে ঈমান আক্বীদায়, আমরা সবাই হই যেন দীর্ঘজীবি।

দেশ মাতৃকার সেবায় আমরা সবাই হব বলীয়ান,

অন্যায়-অত্যাচার, অপশিক্ষা, কুসংস্কার, কোন কিছু হবেনা আগুয়ান।

আমরা সবাই দেশবাসী, সবাই আমরা পড়াপ্রতিবেশী,

একজন এর দুঃখে কাঁদি, অপরজনের সুখে হাসি।

প্রত্যেকে আমরা প্রত্যেককে ভালোবাসি।

এই প্রশিক্ষণের মাঝে হয়তো কারো সাথে হয়েছে ভূলত্রুটি,

দিয়েছি মনে ব্যাথা,

বিদায়ের বেলায় আমাকে করে দিবেন ক্ষমা।

আমাদের মাঝে থাকে যেন এক দৃঢ় প্রত্যাশা।

বিপদে বন্ধুকে উপকার করিব, থাকে যেন সবার ভালোবাসা।

ধারাবাহিকতা থাকুক,

আমাদের মাঝে এই মিলন মেলার অঙ্গীকার,

প্রতিষ্ঠিত হবে আাদের সকলের বন্ধুত্বের অধিকার

No comments

Thanks for your comment.