কবিতা করোনা
করোনা
মোঃজাহাঙ্গীর আলম
‘করোনা’ করেনা করুণা,
অধিকাংশ রোগীর মৃতুই হয় ঠিকানা।
‘করোনা’হতে পারে আল্লাহর গজব
এই রোগের আলামত বড়ই আজব।
প্রতি শতাব্দীর শেষে পৃথিবীতে ছড়ায় মহামারী,
মরে মানুষ অগণিত,দেখি লাশের ছড়াছড়ি।
হয়েছে অসংখ্য মায়ের বুক খালী
ভয়ে করেনা করমর্দন,বুকের সাথে বুক কোলাকুলী।
‘করোনা’তুমি নিঃশব্দ একবিংশ শতাব্দীর এক ভয়াবহ বিশ্বযুদ্ধ,
গোটা পৃথিবী ছিল তোমার কারণে লকডাউনে অবরুদ্ধ।
প্রতিদিন দেখেছি,শুনেছি তোমার তান্ডবের হাজার হাজার লাশের মিছিল,
দানবের রুপে হায়েনা তুমি,মৃত্যুর মঞ্জিলে মানব বিলীন।
মানুষ মরলে পরে,সবাই হয় সমবেত
তোমার স্পর্শে মরলে পরে থাকে ঘরে সবে শংকিত।
‘করোনা’ এমন জটিল রোগ বড়ই ছোঁয়াচে,
অল্প থেকে অধিকে রোগী না বাঁচে।
‘করোনা’ভয়ংকার ত্রাশ,যে কোন সময়ে করতে পারে গ্রাস
উপসর্গ দেখা দিলে,১৪ দিনের নিঃসঙ্গ বসবাস।
‘করোনা’তোমার ভয়ে থাকে মানুষ,সদা পরিষ্কার পরিচ্ছন্ন
সদা করে ধর্মের ইবাদত,স্রষ্টার প্রতি একান্ত ধ্যানমগ্ন।
মানুষের প্রতি মানুষের মানবীয় ভালোবাসা,
‘করোনা ভাইরাস কোভিড-১৯’চলে যাবে ধরণী হতে সবার মনে এক আশা।
‘করোনা’কবে তুমি বলবে আমাদের,চলে যাচ্ছি বিদায়,
বাঁচবে মানুষ! বাঁচবে পৃথিবী,ধন্যবাদ জানাবো ‘তোমায়’।
No comments
Thanks for your comment.