Various Events

কবিতা শিক্ষা সফর


 

শিক্ষা সফর

মোঃজাহাঙ্গীর আলম


শিক্ষাকে আনন্দময় করার জন্য শিক্ষা সফর বড়ই প্রোয়জন,

নববর্ষের নব প্রেরণায় নবীন প্রবীন সকলকে নিয়ে হয় পবিত্র বানী আয়োজন।

যে যার ধর্ম অনুযায়ী  করি পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্রবানী,

আজকের শিক্ষা সফরে প্রাকৃতিক সৌন্দর্যে নয়নাভিরাম দৃশ্যে,

দেখবো সবুজ ছায়া ঘেরা শস্য, শ্যামলা সোনালী ফসলের মাঠ।

ভ্রমনের মাঝে থাকবে ছড়া, গান, আবৃত্তি, জোকস আর কৌতুক,

দু:খকে ভূলে গিয়ে সারাটা দিন আনন্দে সকলের, মন ভরে উঠুক।

আমরা হব আজকে ফুল, ছড়াব ফুলের সৌড়ভ,

আমরা শিক্ষার্থি ও শিক্ষক, হবো দেশের গৌরব।

আমরা হব ভোরের পাখি, মেলে ধরবো আমাদের ডানা।

দূর্ণীতির সাথে করবো না আপোস, শুনবোনা কারো মানা।

আমরা হব প্রকৃত শিক্ষক ও শিক্ষার্থি হবো খাঁটি দেশ প্রেমিক,

অন্যায়ের বিরুদ্ধে আজীবন করে যাবো সংগ্রাম, সত্যের পথে মোরা নির্ভীক।

কারো মনে আঘাত দেবনা, আমাদের আচারণ ও ব্যাবহারে,

এই কথাটি থাকে যেন স্মরণ, সকলের হৃদয়ের মনি কোঠরে ।

ছোটদের স্নেহ, বড়দের শ্রদ্ধা, মুরব্বিদের করবো ভক্তি,

পাব মোরা আশীর্বাদ ও দোয়া , অর্জন করবো সৎ সাহসের শক্তি।

আজকের শিক্ষা সফরে সকলের কাছে থাকবে অনুরোধ,

আমরা যেন মেনে চলি নিয়োম শৃঙ্খলা,

দেখবো মোরা জলাধার ও প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য অপ্সরা।

আমরা সকল শিক্ষক-শিক্ষার্থী বাংলাদেশি

সকলে আমরা একে অপরের প্রতিবেশী।

একজন এর দুঃখে কাঁদি, অপরজনের সুখে হাসি।

প্রত্যেকে আমরা প্রত্যেককে ভালোবাসি।

শিক্ষা সফর হক এক ঐতিহাসিক দিন

শিক্ষার আলো ছড়িয়ে দিব বাংলার প্রতিটি ঘরে থাকবে না কোন ঋণ।

সময়ের স্লোগানে, দৃঢ় অঙ্গীকারে, আমরা যদি হই বলীয়ান ।

আমাদের চলার পথে থাকবে না কোন বাধা, হব মোরা আগুয়ান।

সফল হউক আমাদের শিক্ষা সফর, ধন্যবাদ দেই আয়োজকদের

সকল কল্যানে হবেন তারা অগ্রসর, দীর্ঘায়ু সু-স্বাস্থ্য কামনা করি তাদের।



No comments

Thanks for your comment.