Various Events

কবিতা সংগ্রামী




 সংগ্রামী 

মোঃজাহাঙ্গীর আলম


আমিতো ছিলাম কোনো এক কালে শিক্ষিত বেকার 

আমার মাঝে বিরাজ করতো, অর্থ কষ্টের নির্ধারণ হাহাকার।

বাড়ি বাড়ি গিয়ে পরিবেশে ছাত্রছাত্রীদের, করেছি টিউশনি 

সড়কের পাশে ফুটপাতে বেচেছি ফুল 

সেই ফুল কিনতে ক্রেতাগণ সাজিয়েছেন ফুলদানি 

রমজান মাসেও প্রতিটি ধর্মীয় উৎসবে ফুটপাতে 

বেচেছি আমি 

আতর,টুপি,তদবির,সুরমাদানি-

কোনো একদিন অর্ধদিবসে করেছি যোগালি,

টেনেছি ইটবালু

করেছি কাজ পাঁচ দিন গুদাম ঘরে, অন্যের পথে পা কখনো বাড়াইনি।



স্বপ্ন দেখতাম আমি বড় হওয়ার আশা নিয়ে, আমিতো শিক্ষিত বেকার যুবক,

দৃঢ় সংকল্পে অটুট থাকিবো আমি, করবো না অন্যায় 

কেউ যেন কখনো দিতে পারেনা ধমক। 

ফুলের রাজ্যে বসবাস করি আমি, সব সময় ফুলের সৌরভ করি গ্রহণ,

মাদকদ্রব্যের সবসময় বলেছি না করবো না কখনো সেবন।


আমিতো হতে পারবোনা নজরুল হতে পারবোনা রবীন্দ্রনাথ 

আমার লেখা দ্বারা বিশ্বকে করতে চাই বাজিমাত।

লেখার টেবিলে বসে মনে আসে যাহা 

কাগজ কলমে  স্থান পায় তাহা। 

আমিতো মানুষ আমার হতে পারে লেখায় ভুল আমাকে ঢিল ছুড়ে মেরো না তোমরা,

যদিও মারো তাহা যেন হয় কাঁটাযুক্ত ফুল।



আমি মানুষ, আমার মাঝে বিরাজ করে মায়া-মহব্বত 

আমি ত্যাগী, ভোগে বিশ্বাসী নই, বিরাজ করে না শান-শওকত

আামাকে  করো ক্ষমা, আঘাত যেন না করো আমায় 

তোমার হাতের লাঠি-

আমার চিন্তাধারা, কথায় ও চলাফেরায় যদি দেখতে পাও কোনো ত্রুটি।


আমি মানুষ আমি অতি সাধারণ 

প্রতিভা বিকাশে নিজেকে করতে চাই জাগরণ, আমার দ্বারা কখনো যদি হয় দেশে আলোড়ন

ও মানুষ মানুষ হয়ে করবে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন। 

চিন্তা-চেতনা ও মেধা-মননে আমি সবসময় সৃজনশীল।

দেশ ও উন্নত জাতি গঠনে, আমি প্রতিনিয়ত পরিবর্তনশীল। 



আমিতো নই ভীরু কাপুরুষ

আমার মাঝে নাই অভিজাত্যের জৌলুস। আমিতো সময়ের সাহসী পুরুষ

ব্যাঘ্রের ন্যায় করি গর্জন, পরিবেশে প্রকম্পিত আমার ভয়ে পালাবে ভীরু কাপুরুষের দল, পিছনের দরজা দিয়ে ফেরারির আসামীর মত ভীত।


আমি নিশাচর ভ্রমণচারী 

জীবনের কত পথ দিয়েছি পাড়ি। 

আমি কথা বলি অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বরে

বিশ্বময় ঘুরবো আমি, আপন পায়ে ভর করে।



আমি মর্দে মুজাহিদ মুসলমান

নামাজ আমার অলংকার, শ্রেষ্ঠ প্রমাণ। 

আমি যবে যাই মসজিদ হাই আগুয়ান

নূরের তৈরি ফিরেশতারা জানায় মোরে সন্মান। রেজা রেখে খাই সময়মত সেহরি ও ইফতার আমি মুসলিম, অভুক্তকে দেই খাবার।



নামাজ পড়ি নিয়মিত, বছর শেষে দেই যাকাত কষ্ট থাকেনা দরিদ্র মুসলমান-

চার কলেমা বিশ্বাসী আমি, অটুট রাখি মোর ঈমান।

পাপের পথে চরিত্র করিনি অনুন্নত 

আমার শির থাকে সদা উন্নত 

আজকে কাজ রাখিনা ফেলে আগামীদিনের আগামীর জন্য, করি কার সময়মত।

আমি করিনা গীবত কারো, কথা থাকে সবসময় সংযত।

ঈদ-উল-ফিতরে আদায় করি ফেতরা, ঈদুল আযহায় কোরবানী 

কারো মাল করি না আত্মসাৎ, করি না জ্ঞাত জ্ঞানে নাফরমানি। 


সরকারী চাকুরির বয়সসীমার শেষ প্রান্তে, নিয়েছি পেশায় শিক্ষকতা করি শিক্ষার উন্নয়ন, আমার জন্য সবাই দোয়া, আশীর্বাদ 

সহযোগিতায় পাবেন হাত,পাই যেন ভালোবাসার স্নেহ বন্ধন।

No comments

Thanks for your comment.