Google + এখন স্মৃতির পাতায়।
Google + এখন স্মৃতির পাতায়।
Google+অনেকের জীবনের একটা সৃতি। Google+ মানুষ বাব্যহার করতো বিভিন্ন ধরনের গবেষণা চিন্তা মতবাদ তুলে ধরার জন্য। এটি হঠাৎ করে একদিন অদৃশ্য হবে জানলে অনেক ডাটা সংরক্ষণ করে রাখতাম। Google+ যখন চালু ছিল আমি খুব একটা বাব্যহার করতাম না। বিভিন্ন ধরনের গবেষণার স্বার্থে একদিন ন্যাচার লিখে সার্চ দেই। সার্চ করতে গিয়ে Google+এর সব থেকে বড় গ্রুপে যুক্ত হই। আমার জীবনে এমন গ্রুপ খুব কম দেখেছি। চব্বিশ ঘন্টা সবাই সবার দেশে থেকে ন্যাচার ফোটোগ্রফি তুলে ধরছিল। তখন থেকেই আমার জীবনে ফটোগ্ৰাফির শখ জন্মে। ফেজবুকে ন্যাচার লিখে সার্চ দিলে এরকম অনেক গ্রুপ চলে আসবে কিন্তু ঐরকম এক্টিভ গ্রুপ কম দেখেছি জীবনে। যারা সারা জীবন ন্যাচার নিয়ে কাজ করেছেন এমন লোকদের সাথে আমার পরিচয় হয়েছিল।
No comments
Thanks for your comment.