আমরা প্রত্যেকেই যোদ্ধা কিন্তু কার সাথে যুদ্ধ করে যাচ্ছি ?
পৃথিবীর প্রত্যেকটা মানুষই গোলকধাঁধার মধ্যে হাঁটছে যা মোটেই সহজ সরল রাস্তা নয়। একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে অপরিপূর্ণতা সব জায়গায় দেখতে পাবেন। শয়তান সব জায়গায় অপরিপূর্ণতা রেখে দিয়েছে, জানতে চাইবেন না অপরিপূর্ণতা টা কি রকম ? পৃথিবীতে অপরিপূর্ণতার অনেক উদাহরণ রয়েছে আমি কিছু উদাহরণ তুলে ধরব।
যাদের হিন্দু বলে দাম দেই না তারা তারা আমার থেকেও বেশি কালচারাল,
যাদের খ্রিস্টান বলে দাম দেই না তারা আমার থেকেও বেশি মানবিক,
যাদের মুসলিম বলে দাম দেই না তারা আমার থেকে অনেক বেশি মাত্রায় এবাদত করে আর কিছু গুণ থাকুক আর না থাকুক এই গুন ধার্মিক মুসলিমদের মধ্যে বিদ্যমান।
যাদের ইহুদি বলে দাম দেই না তারা আমার থেকে অনেক বেশি কূটনৈতিক জ্ঞান রাখে,
সব ছড়ানো ছিটানো মারপ্যাঁচ আর মারপ্যাঁচ।
কথাগুলো গুরুত্বপূর্ণ একটু সময় নিয়ে পড়বেন। আপনার জীবনের সবচেয়ে বড় শত্রুর সাথে আজকে আমি পরিচয় করিয়ে দিব। আশাকরি, লিখাটি পড়ে অবশ্যই বলতে বাধ্য হবেন যে এভাবে তো কখনও ভেবে দেখিনি।
প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে আমি একদিন ব্যাবসা করবো, আমি একদিন চাকরি করব, আমি একদিন বিয়ে করবো, আমি একদিন বড় কিছু হব। আমি সমাজের জন্য ভালো কাজ করব ইত্যাদি। মানুষের সৎ ইচ্ছা গুলো খুব সহজেই পূরণ হয়না। মানুষের সৎ ইচ্ছা গুলো পূরণ হলেও অনেক সময় তার ভিতর অশান্তি দেখা যায়। কেমন জানি মনে হয় সবকিছু আরো ভালো হতে পারতো কিন্তু হয়নি।
জীবনে অনেক বড় কিছু হওয়ার সুযোগ পেয়েছিলাম কিন্তু কাজে লাগাইনি।
আপনার জীবনের সবথেকে বড় শত্রু কে কি আপনি চিনতে পেরেছেন ?
আমি বলছি সেই শত্রু কে !!!! সেই শত্রু হচ্ছেঃ শয়তান-লুসিফার-ইবলিশ-আজাজিল-ইভিল
আমি ছোটবেলা থেকে মুসলিম পরিবারে বড় হয়েছি আমাদের ধর্মগুরু আমাদের ইমাম সাহেবরা বলেন শয়তান কখনো চাই না আদম সন্তান বেহেশত পাবে। শয়তান নিয়ে গবেষণা করেছে পৃথিবীতে অনেক মানুষ আমিও করেছি। আমরা শয়তান সম্পর্কে অনেক অনেক কিছুই আমরা জানি না। যা না জানা আমাদের জন্য কখনোই ভালো কিছু না।
শয়তান সবসময় পুঁজিবাদ চায়।
শয়তান চায় আপনি পৃথিবীতে টাকা নষ্ট করেন।
শয়তান চায় আপনি পৃথিবীতে সময় নষ্ট করেন।
শয়তান চায় আপনি বেহেশত হারান নরকে যান।
শয়তান চায় চিন্তাভাবনা না করে কাজ করেন। শয়তান চায় মানুষে মানুষে ভেদাভেদ।
আমার গবেষণা এটা বলে যে আদম সন্তানেরা বেহেশত পাবে এটা যেমন সে চায় না তদ্রূপ ভাবে পৃথিবীতে প্রতিটা মানুষ শান্তিতে থাকবে এটাও সেটা ও চায় না। হোক সে নাস্তিক হোক সে ধার্মিক সে কারো ভালো চায়না।
আমার থিওরি অনুযায়ী শয়তান এর সংজ্ঞাঃ যে মানুষের কোন ভালো অথবা শান্তি চায় না, কোন সময়ই চায় না সে শয়তান।
আপনার জীবনে যত শত্রু আছে তাদের রাজা শয়তান। মানুষ সৃষ্টির শুরু থেকেই আজ অব্দি গোটা পৃথিবীতে যত অশান্তি হচ্ছে সব শয়তান এর সৃষ্টি।
শয়তান এর কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, শয়তান মানুষের মনে প্রবেশ করতে পারে এবং মানুষের অনেক চিন্তা শয়তান থেকে আসে। আমরা কখনো এভাবে চিন্তা করি না যে, আমরা কখনো কাজ করার আগে চিন্তা করিনা আমার কাজ কথার ভাল প্রতিক্রিয়া কি হতে পারে খারাপ প্রতিক্রিয়া কি হতে পারে।
শয়তান এর জ্ঞান বিলিয়ন বিলিয়ন বছরের আর আমাদের জ্ঞান মাত্র দুই দিন এর।
আমি গবেষণা করে যা পেয়েছিঃ মৌলিকভাবে শয়তান আপনার, আমার সকলের মহা মূল্যবান জিনিস সময় এবং টাকা ভালো জায়গায় খরচ করত দিবে না। যদি বলেন যে আমার শয়তান সম্পর্কে জানার দরকার নেই আপনি ভুল করলেন, আপনি অনেক বড় ভুল করলেন।
আমরা কোন কাজ করার আগে ভালো-মন্দ প্রতিক্রিয়া সম্পর্কে চিন্তাভাবনা করব। রোজা রাখব।
যারা বৈজ্ঞানিক যুক্তি টানবেন তাদেরকে একটা কথা বলব, বিজ্ঞান এখনো ব্যাখা দিতে পারেনি এমন কিছু ও পৃথিবীতে আছে।
গোটা বিশ্ব যেভাবে পরিচালিত হচ্ছে তাতে আপনার মস্তিষ্কের সামান্য হলেও অবদান আছে অতি ক্ষুদ্র হলেও অবদান আছে। মনকে সঠিক ভাবে নিয়ন্ত্রণ চারটিখানি ব্যাপার নয়।
No comments
Thanks for your comment.