Various Events

চায়না এত ভালো প্রোডাক্ট বিক্রি করতে পরে আমার জানা ছিলো না।

 





টি আই এন এস স্বাস্থ্য পণ্যগুলো সুস্বাস্থ্যের রক্ষার এক অন্যতম হাতিয়ার। এরই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য সেবার এক অনন্য অবদানের জন্য এই সকল স্বাস্থ্য পণ্যগুলো জাতীয় আন্তর্জাতিক ভাবে (FDA, ISO, Geniuses World Recod)

বিভিন্ন স্বর্ণ পদক পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন বিভিন্ন প্রকার সনদপত্র অর্জন পণ্যের গুণগতমানের জন্য বহুবার স্বর্ণপদক প্রার্থীসহ ২০০ টি এর বেশি দেশে স্বাস্থ্যসেবার দিয়ে যাচ্ছে টি আই এন এস।



চায়নার পাঁচ হাজার বছর আগের কিছু পুরোনো চিকিৎসা পদ্ধতি তারা কাজে লাগিয়ে আধুনিক স্বাস্থ্যসেবায় বা পণ্যে রূপান্তরিত করতে TIENS সক্ষম হয়েছে।



চায়না প্রোডাক্টের মধ্যে যদি কোন গুণসম্পন্ন পণ্য থাকে সেটা হচ্ছে TIENS এর পণ্য।

পৃথিবীর প্রতিটা রাষ্ট্র স্বাস্থ্যসেবা পণ্য বিক্রয় করার জন্য এমন কোন সার্টিফিকেট নেই, এমন কোনো সনদপত্র নেই যা তারা অর্জন করেনি।



আপনি জানলে অবাক হবেন বাংলাদেশর সরকারকে যারা সবথেকে বেশি ভ্যাট দিয়ে থাকে এমন কতগুলো কোম্পানির তালিকা TIENS রয়েছে।



অনেক বিদেশী ঔষধ বাংলাদেশে দরকার হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেবার থেকে ব্যবসায়ী চিন্তাভাবনা বেশি কাজ করে মার্কেট গুলোতে। রাজনৈতিক,অর্থনৈতিক নানা সমস্যা, নানান কারণে আমরা খুব ভালো গুণমানের বিদেশি ঔষধ সেবা খুব কমই পাই।



হার্টের অনেক রোগ আছে যেখানে কোন ডাক্তার চিকিৎসা ঔষুধ স্থায়ী সমাধান দিতে ব্যর্থ হয়েছে সেইখানে টি আই এন এস ঔষধ ভালো রেজাল্ট দেখিয়েছে স্থায়ী সমস্যা সমাধানে।



চায়নার সবথেকে ভালো ভালো গবেষকদের এবং অনেক বছরের অভিজ্ঞতাসম্পন্ন গবেষকদের তিয়ানশি কোম্পানিতে নিয়োগ দেওয়া হয়।



এই কোম্পানি বাংলাদেশের অনেক তরুণ-তরুণীকে ব্যবসায়ী, উদ্যোগী হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। অনেক তরুণ-তরুণী বেকার যুবক ব্যবসা করছে তাদের স্বাস্থ্য পন্য সেল করে। তিয়ানশি পৃথিবীর ২০০ টিরও অধিক রাষ্ট্রে অনেক আগে থেকেই ব্যবসা-বাণিজ্য করে যাচ্ছে।

No comments

Thanks for your comment.