এন্ড্রয়েড রুটের সুবিধা অসুবিধাঃ
অসুবিধাঃ
১) হ্যাকারদের হ্যাক করা বা মেলওয়ার পাঠাতে অনেক সহজ হয়।
২) সফটওয়্যার আপডেট ঠিকঠাক মতো হবে না।
৩) রুট করা সম্পর্কে খুব বেশি অভিজ্ঞ না হলে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে গিয়ে চিরতরের জন্য মোবাইল নষ্ট করে ফেলতে পারেন।
৪) রুট করলে অ্যান্ড্রয়েড কোম্পানির কাস্টমার সার্ভিস আপনি পাবেন না।
একটা সময় ছিল সর্বত্রই রুট করার কথাটা শোনা যেত এখন কি আর আগের মত এরকম বলতে বা শুনতে দেখেন রুট করার বিষয়টা?
আগে যেমন মানুষ রুট করত এখন আর তেমন রুট করে না কারণ সবকিছু দিনদিন ডে বাই ডে আপডেট হচ্ছে ডেভলপ হচ্ছে অনেক কিছু। আপনার সুবিধা এখন দিয়ে দেওয়া হচ্ছে যার কারণে এখন আর আগের মত এরকম রুট করে না মানুষ।
সুবিধাঃ
১) এমন কিছু এন্ড্রয়েড কম্পানির আপ থাকে যা সহজে আনইন্সটল করা যায় না তখন পারবেন।
২) এন্ড্রয়েডের স্পেসটা বেশি পাবেন।
No comments
Thanks for your comment.