কিভাবে অ্যান্ড্রয়েড এর যত্ন নিবেন
কিভাবে অ্যান্ড্রয়েড এর যত্ন নিবেনঃ
০১) ২০% ব্যাটারি চার্জের নিচে মোবাইল চালানো ঠিক নয়।
০২) মোবাইল চার্জে লাগিয়ে চালানো ঠিক নয় ।
০৩) বালিশের তলে মোবাইল রেখে ঘুমানোটা ঠিক নয়।
০৪) অ্যান্ড্রয়েড এর নিচে স্ক্রীন প্রটেক্টর ব্যবহার করুন, শীতের দিন কভার পরিয়ে দিন।
০৫) মোবাইল পকেটের রেখে ভারি কোন কাজ করতে যাবেন না। মোবাইলের স্ক্রিন সবসময় টিসু দিয়ে মুছুন। ঠিকমত যত্ন করলেই স্ক্রিনে কখনো দাগ হবে না।
০৬) IME নাম্বারের এর উপর আস্থাশীল না হয়ে এমন কিছু সেটিংস এর কাজ আছে যা মোবাইল হারিয়ে গেলে লোকেশন অনুযায়ী বের করা যায় আপনি সেই কাজটি করুন।
০৭) কাজ শেষে হিস্টোরি ডিলেট করলে কিন্তু কাজ হবে না। গুগলের সার্ভারে আপনার সমস্ত সার্চিং ডিটেলস কিন্তু থেকে যায়। আপনি যা ইউটিউবে সার্চ দেন সেগুলো কি ডিলিট করতে পারেন? গুগলের সার্ভার থেকে সবকিছু ডিলিট করে দিন, সেটা কিভাবে করতে হয় আপনি ইউটিউব দেখে শিখে নিতে পারেন।
০৮) আপনার অ্যান্ড্রয়েড আপনার বাচ্চা ঘাটাঘাটি করতে চাইতে পারে তাই এডাল্ট সাইট ব্লক করুন।
০৯) যেখানে ডাকাত-সন্ত্রাসী কট খাওয়ার ভয়ে আছে সেখানে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে যাবেন না। কারণ আপনার অ্যান্ড্রয়েড ফোনে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে। মোবাইল এর থেকে ডাটা ইনফরমেশন এর দাম অনেক বেশি যার মর্ম তারা বুঝবে না।
১০) অপরিচিত যেসব আপ অ্যান্ড্রয়েড ইনস্টল হবে তো আনইন্সটল করে দিন। মোবাইল নতুন ক্রয় করার পর দেখে নিন কি কি অ্যান্ড্রয়েড আপ আছে এবং সব সময় লক্ষ্য রাখুন কি কি অ্যাপ আপনি নামাচ্ছেন বাদবাকি সব অপরিচিত আপ যা মোবাইলে না থাকাই ভালো সর্বশেষ কথা সাইবার সিকিউরিটি সম্পর্কে সচেতন হউন।
ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।
No comments
Thanks for your comment.